প্রতীকী ছবি

কাবুল: টানেলের (Tunnel) মধ্যে দিয়ে যাওয়ার সময় একটি তেলের ট্যাঙ্কারে (oil tanker) আগুন (fire) লেগে মৃত্যু হল একজনের। জখম হয়েছেন আরও ২৬ জন। দুর্ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের (Afghanistan) পারওয়ান প্রদেশে (Parwan province)।

এপ্রসঙ্গে পারওয়ান প্রদেশের সরকারি মুখপাত্র (provincial administration spokesman) হেকমাতুল্লা শামিম (Hekmatullah Shamim) সংবাদমাধ্যমকে জানান, শনিবার রাত ৯ টার সময় দুর্ঘটনাটি ঘটে সালাং টানেলের (Salang tunnel) ভেতরে। খবর পেয়েই উদ্ধারকারী দলের সদস্যরা দুর্ঘটনাস্থলে গিয়ে একজনের মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি ২৬ জখম মানুষকে স্থানীয় হাসপাতালে পাঠান। পরে আগুন নিভিয়ে আরও কেউ হতাহত হয়েছেন কিনা তা খতিয়ে দেখা হয়। আরও পড়ুন:

প্রসঙ্গত উল্লেখ্য, আফগানিস্তানের রাজধানী কাবুল (Kabul) থেকে কিছুটা দূরে অবস্থিত সালাং টানেল সমুদ্র থেকে ৩ হাজার মিটার উঁচুতে রয়েছে। আফগানিস্তানের আটটি প্রদেশে যান চলাচল জন্য এই টানেলটি ব্যবহার করা হয়। এর ফলে যানজট লেগেই থাকে। তার মধ্যে এই দুর্ঘটনা ঘটার ফলে পরিস্থিতি আরও খারাপ হয়।