বিলওয়াল ভুট্টো জারদারি। (Photo Credits: Getty Images)

শ্রীনগর, ২৭ অগাস্ট: Pak Opposition leader Bilawal Bhutto attacked Imran Khan over his Kashmir policy: ঘরের অন্দরেই চরম সমালোচিত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। জম্মু-কাশ্মীর নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সমালোচনায় ফেটে পড়লেন বিরোধী পাকিস্তান পিপলস পার্টির প্রধান বিলাওয়াল ভুট্টো জারদারি। আগে পাকিস্তান শ্রীনগর দখল করার কথা ভাবত, আর ইমরান খানের লোভ আর ভ্রান্ত নাীতির জন্য় এখন মুজফফরাবাদ (পাক অধিকৃত কাশ্মীরের রাজধানী)-ও বাঁচানো কঠিন হয়ে যাচ্ছে। এমন কথাই বললেন, দেশের প্রাক্তন রাষ্ট্রপ্রধান বেনজির ভুট্টো ও আসিফ আলি জারদারি-র পুত্র। বিলওয়াল বললেন, ইমরান খান ঘুমিয়ে থাকলেন, আর মোদি কাশ্মীর ছিনিয়ে নিয়ে চলে গেল।' ইমরান খানের হাতে দেশের গণতন্ত্রও বিপন্ন হচ্ছে বলে জানান বিলওয়াল।

দুর্নীতির অভিযোগে কারাদণ্ড হওয়া বাবা আসিফ আলি জারদারিকে আদিয়ালা জেলে দেখতে গিয়ে ইমরান খান প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বিলাওয়াল ভুট্টো জারদারি। বিলওয়ালার কথাতেই স্পষ্ট ভারতের নীতিতে পাকিস্তান যে অনেকটা ব্য়াকফুটে।  আরও পড়ুন-গণধর্ষণের সাজা পেল নির্যাতিতা , নাবালিকাকে মাথা মুড়িয়ে ঘোরানো হল গোটা গ্রাম

ইমরান খানকে একহাত নিয়ে বিলওয়াল বললেন, ' আমাদের সরকারের আমলে পাকিস্তান চিন্তা করত ভারতের থেকে শ্রীনগর কীভাবে ছিনিয়ে নিয়ে যাবে। শ্রীনগর ভারতের হাত থেকে ছিনিয়ে নেওয়ার নীতি নিয়ে এতদিন চলেছে পাকিস্তান। কিন্তু এখন ইমরান খানের স্বার্থরক্ষা আর ভ্রান্ত নীতির কারণে ভারতের হাত থেকে কীভাবে মুজফফরাবাদ (পাক অধিকৃত কাশ্মীরের রাজধানী) বাঁচাবো এখন সেই চিন্তা করতে হচ্ছে। এর জন্য দায়ী ইমরান খানের অক্ষম সরকার।'

ভারত সরকার সংবিধানের ৩৭০ ধারা রদ করে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কাড়ার পর ইমারন খান সক্রিয় হয়েছিলেন। বিশ্বকাপজয়ী পাক প্রধানমন্ত্রী চেয়েছিলেন কাশ্মীর ইস্য়ুতে নরেন্দ্র মোদিকে চাপে ফেলতে। কিন্তু ইমরান খানের প্রশাসন ভারতকে চাপে ফেলতে ব্যর্থ হন।