তিন বছর পর এই প্রথম আকাশে উড়তে দেখা গেল উত্তর কোরিয়ার আন্তর্জাতিক বিমানকে। করোনার কালো সময় পেরিয়ে তিন বছর পর চিনের বেজিং বিমানবন্দরে অবতরণ করল উত্তর কোরিয়ার আন্তর্জাতিক বিমান সংস্থা এয়ার কোরিয়র বানিজ্যিক বিমান। প্রসঙ্গত, করোনার কারণে নিজেদের সব সীমান্ত বন্ধ ও ভিন দেশের বিমান চলাচল নিষিদ্ধ করেছিল উত্তর কোরিয়া। আকাশ পথে পিয়ংইয়ং থেকে বেজিংয়ের দূরত্ব প্রায় ৮০০ কিলোমিটার।
এদিন, এয়ার কোরিয়র বিমানে পিয়ংইয়ং থেকে বেজিংয়ে উড়ে এলেন মূলত সরকারী কর্তা, দূতাবাসের কর্মীরা। এবার বুধবার ফিরতি বিমানে বেজিং থেকে দেশে ফিরবেন উত্তর কোরিয়ার দূতাবাসের কর্মী, সরকারী প্রতিনিধিরা। এদের মধ্যে অনেকেই বিমান না চলায় তিন বছর ধরে চিনেই ছিলেন। আরও পড়ুন-লন্ডন ব্রিজের কাছ থেকে উদ্ধার ভারতীয় পড়ুয়ার দেহ, বিদেশে পড়তে গিয়ে রহস্যমৃত্যু
করোনা কালে পুরোপুরি বন্ধ ছিল উত্তর কোরিয়ার আন্তর্জাতিক বিমান চলাচল। এমনিতেই বর্হিবিশ্ব থেকে নিজেদের বিচ্ছিন্ন রাখে উত্তর কোরিয়া। চিন, রাশিয়ার মত কয়েকটি হাতগোনা দেশ ছাড়া কোথাও যায় না উত্তর কোরিয়ার আন্তর্জাতিক বিমান। কিন্তু করোনার কারণে সেইসব দেশেও যাওয়া বন্ধ করে দিয়েছিল উত্তর কোরিয়ার বিমান। নিজেদের ঘরে কার্যত তালাবন্দি করে আটকে রেখেছিলেন উত্তর কোরিয়ার শাসক কিম-জং উং।