সিওল, ৫ সেপ্টেম্বর; ক দিন আগেই উত্তর কোরিয়া নিজেদের করোনা মুক্ত দেশ হিসেবে ঘোষণা করেছে। কিন্তু সেই দাবিকে একেবারে মিথ্যা বলে, উত্তর কোরিয়া থেকে অনেক কষ্টে পালিয়ে আসা বিদ্রোহীরদের বক্তব্য হল, তাদের দেশে এখনও বহু মানুষ করোনা আক্রান্ত। কিন্তু স্বৈরাচারী শাসক কিম উং উন দেশের অর্থনীতি আর নিজের ভাবমূর্তি উজ্জ্বল করে মিথ্যা বলছেন। উত্তর কোরিয়ায় জোর করে করোনা চিকিতসা বন্ধ করে দেওয়া হয়েছে। রাস্তায় মাস্কও পরতে দেওয়া হচ্ছে না। এত করোনা আরও বাড়ছে, বাড়ছে মৃত্যু। কিন্তু সেই সব মৃত্যুর খবর বিশ্ববাসীর কাছে সামনে আসতে দিচ্ছে না উত্তর কোরিয়া প্রশাসন। এমনই বিস্ফোরক দাবি, উত্তর কোরিয়া থেকে দ্বীপপুঞ্জে পালিয়ে আসা বিদ্রোহীদের।
দেশের মানুষের পাশে থাকতে তারা দক্ষিণ কোরিয়ার নিয়ন্ত্রণে থাকা গাংওয়ো দ্বীপপুঞ্জ থেকে বেশ কয়েকটি ফানুস আকৃতির বড় বেলুন আকাশে ছেড়ে দেয়। সেই বেলুনে ভরা ছিল মাস্ক, করোনার ওষুধ, পেনকিলার, ভিটামিন সি মত কোভিড প্রতিরোধের জিনিস। যেখান থেকে ওই বেলুনগুলো ওড়ানো হয় সেই ইঞ্চিয়েনের গাংওয়া দ্বীপপুঞ্জ থেকে উত্তর কোরিয়া খুব বেশি দূরে নয়। আরও পড়ুন-কানাডার জনবহুল এলাকায় এলোপাথাড়ি ছুরিকাঘাতে হত ১০, আহত ১৫
উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা নাগরিকরা তাদের দেশের মানুষদের জন্য মোট ২০টি বড় প্লাস্টিকের বেলুন ছাড়েন। বেলুনগুলিতে মোট ২০ হাজার মাস্ক, ৫০ বাজার পেনকিলার, ৩০ হাজার ভিটামিন ট্যাবলেট ছিল বলে তারা জানিয়েছে। বেলুনগুলিকে উত্তর কোরিয়ার সীমান্ত পাড় হতে দেখা গিয়েছে। উত্তর কোরিয়া স্বাধীনতা ও মানবাধিকারের পক্ষে লড়াই করে দেশছাড়া নাগরিকরা বলছেন, "আশা করছি আমাদের দেশের মানুষ এই মাস্ক, ওষুধগুলো পেয়ে কিছুটা হলেও স্বস্তি পাবে। কিম জং করোনাকে চেপে দেওয়ার সব চেষ্টা করছেন। কিন্তু কোভিড আমাদের দেশের মানুষকে শেষ করে দিচ্ছে।"