ওট্টাওয়া: কানাডার সসকাতচেওয়ানে ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। দুই দুষ্কৃতীর এলোপাথাড়ি ছুরিকাঘাতে (Canada stabbings) ১০জনের মৃত্যু হয়েছে। আহত আরও ১৫ জন। কুকর্ম করে গাড়ি চেপে অকুস্থল থেকে উধাও হয় দু'জনে। পুলিশ জানিয়েছে,খোঁজ চলছে। পলাতক ২ আততায়ীর পরিচয় জানা গেছে তার হল মাইলস স্যান্ডারসন ও ড্যামিয়েন। ৩০-৩১ এর মধ্যে বয়স। তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। আরও পড়ুন-IND vs PAK, Asia Cup 2022: রুদ্ধশ্বাস ম্যাচে ভারতকে হারিয়ে শোধ তুলল পাকিস্তান, নাটকীয় শেষ ওভারে জয় বাবরদের, কোহলিকে ট্র্যাজিকো হিরো বানাল রিজওয়ানের অনবদ্য ইনিংস
জেমস স্মিথ ক্রি নেশন, ওয়েলডনের কাছাকাছি শহরে এবং সসকাতচেওয়ান থেকে পাওয়া ১০টি মৃতদেহ পাওয়া সংক্রান্ত জরুরী ফোন ধরে পুলিশ এবং ঘটনাস্থলে পৌঁছয়, একটি নিউজ কনফারেন্সে জানিয়েছেন, কানাডিয়ান মাউন্টেড পুলিশ অ্যাসিস্ট্যান্ট কমিশনার রোন্ডা ব্ল্যাকমোর।তিনি জানান, আহত ১৫ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।ভিড়ের মধ্যে চিহ্নিতদের উপরেই ছুরিকাঘাত করেছে দুই আততায়ী।
এদিকে অকুস্থল জেমস স্মিথ ক্রি নেশনে উপস্থিত ২৫০০ জনতার মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এই হামলার পরেই গোটা এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। সসকাতচেওয়ান থেকে বাসিন্দাদের স্থানান্তরিত করা হচ্ছে।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডেউ এই ঘটনাকে সাংঘাতিক আখ্যা দিয়েছেন এবং মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।