দুবাই, ৪ সেপ্টেম্বর: এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে ফের রুদ্ধশ্বাস সমাপ্তি। এবার শেষ হাসি হাসল পাকিস্তান। গত রবিরার গ্রুপ লিগে হারের শোধ তুলে বাবর আজমের দল জিতল ৫ উইকেটে, এক বল বাকি থাকতে। ম্যাচের শেষ ওভারটা একেবারে নাটকীয় হল। ১৯তম ওভারে ভূবনেশ্বর কুমার জঘন্য বল করে দেন ১৯ রান। শেষ ওভারে বাবরদের জিততে দরকার ছিল মাত্র ৭ রান। শেষ ওভারে বল করতে যান অনভিজ্ঞ আর্শদীপ সিং। আর্শদীপের শেষ ওভারের দ্বিতীয় বলে বাউন্ডারি মেরে আসিফ আলি ম্যাচ একেবারে হাতের মঠোয় নিয়ে নেন। কিন্তু এরপরের বলে রান না পাওয়ার পর, ওভারের চতুর্থ বলে এলবি হয়ে ফিরে যান আসিফ। তখন মনে হচ্ছিল আর্শদীপ অবিশ্বাস্য কিছু করে দেখাবেন। কিন্তু ওভারের পঞ্চম বলটা আর্শদীপ ফুলটস করেন, ইফতিকার আলি লং অনে চালিয়ে দু রান নিয়ে দলের জয় নিশ্চিত করেন।
সেই সঙ্গে গত রবিবারে হারের প্রতিশোধ নিয়ে ফেলে ফাইনালের দিকে এক পা বাড়িয়ে রাখল পাকিস্তান। অন্যদিকে, ফাইনালে উঠতে হলে টিম ইন্ডিয়াকে এখন সুপার ফোরে তাদের বাকি দুটি ম্যাচ-শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে হারাতেই হবে। চলতি এশিয়া কাপে ভারত-পাক ম্যাচের স্কোরবোর্ডে ১-১ হয়ে গেল। বড় কোনও অঘটনা না ঘটলে ১১ সেপ্টেম্বর, মানে আগামী রবিবার ফাইনালে তৃতীয় বার মুখোমুখি হওয়ার সম্ভাবনা ওয়াঘা সীমান্তের দু পাড়ের দেশের।
দেখুন টুইট
Look at what that means!
This is Pakistan's highest successful T20I run chase against India 🔥 https://t.co/BnVUuZMRnP | #INDvPAK pic.twitter.com/FjLSowvYZh
— ESPNcricinfo (@ESPNcricinfo) September 4, 2022
দুরন্ত ব্যাটিং করে ম্যাচের নায়ক পাক ওপেনার-উইকেটকিপার মহম্মদ রিজওয়ান (৫১ বলে ৭১)। শেষের দিকে পঞ্চম উইকেটে ৩৩ রানের পার্টনারশিপ করে পাকিস্তানে জিতিয়ে আনেন মহম্মদ নওয়াজ, আসিফ আলি। জয়ের জন্য ১৮১ রান তাড়া করতে নেমে শুরুতে অধিনায়ক বাবর আজম (১৪)-এর উইকেট হারালেও , চতুর্থ উইকেটে রিজওয়ান-মহম্মদ নওয়াজ (২০ বলে ৪২)-এর ৭৩ রানের পার্টনারশিপ করে পাকিস্তানকে দারুণ জায়গায় নিয়ে যায়।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ভারত করে ১৮১ রান। দলের বাকিদের ব্যর্থতার মাঝে বিরাট কোহলি জ্বলে উঠলেন। দুবাইয়ে রবিবার এশিয়া কাপে সুপার ফোরে বিরাট কোহলি-র ৪৪ বলে ৬০ রানের ইনিংসের সৌজন্যে বড় রান করল ভারত। পাকিস্তানকে জিততে হলে নির্ধারিত ২০ ওভারে করতে হবে ১৮২ রান। দুবাইয়ের পিচে যেটা খুব সহজ কাজ হবে না। রোহিত (২৮)- লোকেশ রাহুল (২৮) ভাল শুরু করলেও মিডল অর্ডারে সূর্যকুমার (১৩), ঋষভ পন্থ (১৪), হার্দিক পান্ডিয়া (০)-দের কারণে বেশ চাপে পড়ে গিয়েছিল ভারত। আরও পড়ুন-'সেক্সি'কথাটা বলতে গিয়েও যেভাবে এড়িয়ে গেলেন দ্রাবিড়, দেখুন ভিডিও
দেখুন টুইট
PAKISTAN WIN! 🇵🇰🔥
A brilliant run chase from Pakistan in Dubai against India 💪#INDvPAK | #AsiaCup2022 | 📝 Scorecard: https://t.co/tV9iUvu6z1 pic.twitter.com/C4e8xYx8P7
— ICC (@ICC) September 4, 2022
দীনেশ কার্তিকের জায়গায় খেলা দীপক হুডা (১৬)-কে নিয়ে দলের রানকে ভাল জায়গায় পৌঁছে দেন বিরাট। কোহলির ইনিংস সাজানো ছিল ৪টি বাউন্ডারি, ১টি ওভার বাউন্ডারি দিয়ে।