ইজরায়েল-হামাস যুদ্ধের মাঝে কোমর বেঁধে নেমে পড়ল উত্তর কোরিয়া। ইউক্রেন, গাজার পর এবার উত্তেজনা কোরিয়া, জাপানে। স্বৈরাচারী শাসক কিম জং উন বিশ্বজুড়ে চলা যুদ্ধ যুদ্ধ আবহের মাঝে গুপ্তচর স্যাটেলাইট থাকা ব্যালিস্টিক মিসাইল, রকেট ছুড়লেন। জাপানের স্থানীয় সময় সকাল ১১টা নাগাদ উত্তর কোরিয়া থেকে ছোড়া মিসাইল প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে উড়ে চলে যেতে দেখা যায়।
মিসাইলের কিছু অংশ জাপানের এক সমুদ্র সৈকতের কাছে পড়েছে বলেও দাবি করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার গতিবিধি নজর রাখার জন্যই উত্তর কোরিয়া এই গুপ্তচর স্য়াটেলাইট উতক্ষেপন করল বলে বিশেষজ্ঞমহল জানায়। আরও পড়ুন-সমকামী বিবাহে স্বীকৃতি দিল থাইল্যান্ড, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
দেখুন এক্স
🚨 ⚠️ Sirens sounded in #Okinawa, #Japan, following the launch of missiles by #NorthKorea that landed in the ocean.
North Korea has launched a rocket suspected to be carrying a #SpySatellite.#BallesticMissile #KimJongun #KinJong #SouthKorea #RocketLaunch #كتائب_االقسام pic.twitter.com/aHL6n4uCjN
— know the Unknown (@imurpartha) November 21, 2023
উত্তর কোরিয়ার মিসাইল নিয়ে আতঙ্ক ছড়ায় জাপানে। তারা স্য়াটেলাইট উতক্ষেপন করবে বলে আগে অবশ্য জাপানকে জানিয়েছিল উত্তর কোরিয়া। কিন্তু একদিন আগেই সেটা করায় জাপান কিছুটা স্তম্ভিত হয়ে যায়। জাপানের বিভিন্ন জায়গায় সাইরেন বেজে ওঠে।