ইসলামাবাদ, ২৫ মার্চ: আজ শুক্রবার থেকে শুরু হবে পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে (Pakistan National Assembly) গুরুত্বপূর্ণ অধিবেশন। যেখানে প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হবে। ন্যাশনাল অ্যাসেম্বলি সচিবালয় জানিয়েছে, বেলা ১১টায় অধিবেশন বসবে স্পিকার আসাদ কায়সারের সভাপতিত্বে। বৃহস্পতিবার রাতে সচিবালয় থেকে জারি করা শুক্রবারের অধিবেশনের ১৫ দফা এজেন্ডায় অনাস্থা প্রস্তাবও রয়েছে। ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার জন্য বিরোধী দলগুলি ৮ মার্চ পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনাস্থা প্রস্তাব পেশ করে।
৩৪২ সদস্যের ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনাস্থা ভোটে জিততে ইমরান খান সরকারের কমপক্ষে ১৭২ সদস্যর সমর্থন প্রয়োজন। ইমরানের নিজের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই (Pakistan Tehreek-e-Insaf)-র সদস্য ১৫৫ জন। অন্য দলের ১৭ জন সদস্যের সমর্থনে সরকার চালাচ্ছিলেন তিনি। যদিও সেই সমর্থন প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে খবর। ইমরানের নিজের দলেরও বেশ কয়েকজন সাংসদ বিরোধীদের পাশে রয়েছেন বলে জানা গিয়েছে। আরও পড়ুন: China Plane Crash: চিনের ভেঙে পড়া বিমানের দ্বিতীয় ব্ল্যাক বক্স উদ্ধার
ফলে ন্যাশনাল অ্যাসেম্বলিতে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করা ইমরানের পক্ষে কার্যত অসম্ভব হয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে।