An aircraft of a domestic air carrier slipped off the runway at Kathmandu Airport. (File Image)

বেজিং, ২২ মার্চ:  কুনমিং থেকে গুয়াংঝাউয়ের পথে ভেঙে পড়ে চিনা (China) বিমান। পাহাড়ের মাথায় ভেঙে পড়া চিনা বিমানে যে ১৩২ জন যাত্রী ছিলেন, তাঁদের শেষ পর্যন্ত কী হয়, তা নিয়ে শুরু হয় জোর জল্পনা। তবে সে দেশের সরকারি সংবাদমাধ্যমের তরফে স্পষ্ট জানানো হয়, কুনমিং থেকে গুয়াংঝাউয়ের পথে যে চিনা বিমানটি ভেঙে পড়ে, সেখানে আর কোনও যাত্রী জীবিত নেই। ১৩২ জনের মৃত্যু হয়েছে।

চিনা সাংবাদমাধ্যম সিসিটিভ-র তরফে জানানো হয়, বিমান ভেঙে (Chinese Plane Crash) পড়ার পর ১৮ ঘণ্টা পার হয়ে গিয়েছে। দুর্ঘটনাস্থল থেকে তার আশপাশের অঞ্চলে তল্লাশি চলছে। কিন্তু এখনও পর্যন্ত কারও জীবিত থাকার প্রমাণ মেলেনি। ফলে বিমানের ১৩২ জনেরই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা।

আরও পড়ুন: Russia-Ukraine War: যুদ্ধ বন্ধ করতে পুতিনের সঙ্গে যে কোনও ধরনের আলোচনায় প্রস্তুত, জানালেন জেলেনস্কি

চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই জানান, দুর্ঘটনার পরপরই তল্লাশি এবং উদ্ধার কাজের জন্য দল পাঠানো হয়। কিন্তু তাঁরা কারও জীবিত থাকার কোনও প্রমাণ এখনও পাননি বলে মঙ্গলবার সকালে জানান চিনের বিদেশমন্ত্রী।