Niger Condition (Proto Credit: Twitter)

দিল্লি, ১১ অগাস্ট: যত তাড়াতাড়ি সম্ভব নাইজার ছাড়ুন। ভারতীয়রা যাতে কোনওভাবে পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে আর না থাকেন, সে বিষয়ে বিদেশ মন্ত্রকের তরফে সতর্ক করা হয়েছে। শুক্রবার সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানান, নাইজারে কী হচ্ছে, তার দিকে কড়া নজর রেখেছে ভারত।  নাইজারে যে ভারতীয়রা রয়েছেন, তাঁরা শিগগিরই দেশ ফিরুন বলে পরামর্শ দেওয়া হয় বিদেশ মন্ত্রকরে তরফে। বিমান পরিবহণ নাইজারে বন্ধ। ফলে সীমান্ত পেরিয়ে সড়ক পথে ভারতীয়দের ফেরাতে যে ব্যবস্থা করা হবে, সে বিষয়ে নজর রেখেছে ভারত। সেই সঙ্গে যাঁরা এই মূহুর্তে নাইজারে যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁরা সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রত্যেকে অপেক্ষা করুন বলে জানান বিদেশ মন্ত্রকরে মুখপাত্র।

এই মূহুর্তে নাইজারে প্রায় ২৫০ জন ভারতীয় রয়েছেন বলে শুক্রবারের সাংবাদিক সম্মেলনে জানান অরিন্দম বাগচি। যে ২৫০ জন ভারতীয় নাইজারে রয়েছেন, তাঁরা প্রত্যেকে ভাল আছেন।  কীভাবে তাঁদের দেশে ফেরানো যায়, সে বিষয়ে সে দেশে থাকা ভারতীয় দূতাবাসের সঙ্গে ক্রমাগত আলোচনা করা হচ্ছে বলেও জানান অরিন্দনম বাগচি। সেই সঙ্গে নাইজারে ২৫০ জন নভিভুক্ত ভারতীয়র পরও যদি কেউ থাকেন,তাহলে তাঁরা দূতাবাসে নিজেদের নাম নভিভুক্ত করান বলেও পরামর্শ দেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র।