ওয়েলিংটন, ৮ এপ্রিল: ভয়াবহ আকার নিয়েছে ভারতের করোনা পরিস্থিতি। হু হ করে ছড়াচ্ছে সংক্রমণ। দৈনিক লক্ষাধিক সংক্রামিত এখন মামুলি বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে ভারতীয় পর্যটকদের সেদেশে প্রবেশের ক্ষেত্রে সাময়িক বিরতি রাখল নিউজিল্যান্ড (New Zealand)। এশিয়া মহাদেশের বিভিন্ন প্রান্তে করোনার প্রকোপ বেড়ে যাওয়াতেই বৃহস্পতিবার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আর্ডান এই সিদ্ধান্ত নেন। শুধুমাত্র ভারতীয়রাই নন, যেসব নিউজিল্যান্ডের বাসিন্দা এখন ভারতে আছেন, তাঁরাও সাময়িকভাবে দেশে ফিরতে পারবেন না। জাসিন্ডা আর্ডান এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, আগামী ১১ এপ্রিল স্থানীয় সময় চারটে থেকে বলবৎ হবে এই নিয়মাবলী। অর্থাৎ ১১ এপ্রিল থেকে ভারতীয়রা নিউজিল্যান্ডে প্রবেশ করতে পারবেন না। ২৮ এপ্রিল পর্যন্ত এই সাসপেনশন জারি থাকবে। আরও পড়ুন-Coronavirus Updates In West Bengal: ভোট আবহে রাজ্যে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী, নতুন সংক্রামিত ২ হাজার ৩৯০ জন
মূলত ভারতের করোনা ভয়াবহতা যাতে কোনওভাবেই নিউজিল্যান্ড পর্য়ন্ত না এসে পৌঁছায়, তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। আজ নিউজিল্যান্ডের নতুন করোনা আক্রান্তের সংখ্যা ২৩ জন। এর মধ্যে ১৭জনই এশিয়া থেকে সম্প্রতি সেদেশে প্রবেশ করেছেন। এরপরেই ভারতীয়দের নিউজিল্যান্ডে প্রবেশ সাময়িকভাবে রদ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই মুহূর্তে গণহারে সংক্রমণের খবর মিলছে ভারতে মঙ্গলবার সারাদিনে দেশে ১ লাখ ১৫ হাজার ৭৩৬ জন কোভিডের কবলে পড়েছেন। একদিনে ভারতে করোনার বলি ৬৩০ জন।