নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী পদ থেকে জেসিন্ডা আরডার্ন (Jacinda Ardern) স্বেচ্ছায় সরে গিয়েছেন। মাত্র ৩৭ বছর বয়সে ২০১৭ সালে জেসিন্ডা নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী হয়েছিলেন। বিশ্বের সবচেয়ে কম বয়সী মহিলা সরকার প্রধান হওয়ার নজিরও গড়েছিলেন। কিন্তু তিনি আচমকাই পদত্যাগ করেন।
দেখুন টুইট
#UPDATE New Zealand's former Covid-19 response minister Chris Hipkins will replace Jacinda Ardern as prime minister after receiving the only nomination from fellow MPs, the ruling Labour Party says.https://t.co/hPQfPSZu7A pic.twitter.com/9nwixncSP6
— AFP News Agency (@AFP) January 20, 2023
তাই এবার তাঁর জায়গায় দেশের মসনদে আসতে চলেছেন করোনা বিপর্যয় মোকাবিলা মন্ত্রী ক্রিস হিপকিন্স (Chris Hipkins) কিউই দেশে ক্ষমতাসীন দল লেবার পার্টি-র মাত্র একজন এমপি-ই প্রধানমন্ত্রী পদে মনোনয়ন জমা দিয়েছিলেন। সেই হিপকিন্সই এবার কিউই দেশের ৪১তম প্রধানমন্ত্রী হচ্ছেন। ২০০৮ সাল থেকে তিনি দেশের পার্লামেন্টের সদস্য। দেশের স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, পুলিশ মন্ত্রী, সংসদীয় প্রধান হিসেবে দক্ষতার সঙ্গে এর আগে কাজ করেছেন ৪৫ বছরের হিপকিন্স।
দেখুন টুইট
Chris Hipkins Set to Replace Jacinda Ardern as New Zealand's Prime Minister #ChrisHipkins #NewZealand @chrishipkins https://t.co/2WhQUJKwaj
— LatestLY (@latestly) January 21, 2023
করোনা কালে দারুণ কাজ করে হিপকিন্স। প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়াতে কোভিডের বড় ঢেউ এলেও, জেসিন্ডা-হিপকিন্সের নীতির কারণে সবার আগে করোনা মুক্ত হয়েছিল নিউ জিল্যান্ড। তারই পুরস্কার পেলেন হিপকিন্স।