New COVID-19 Variant XE: লন্ডনে মিলল করোনায় নয়া প্রজাতির সন্ধান, ১০ গুন বেশি সংক্রমণ ছড়ানোর আশঙ্কা
Coronavirus | Representational Image (Photo Credits: Pixabay)

লন্ডন, ৫ এপ্রিল:  ওমিক্রনের (Omicron) পর এবার XE। করোনার (Corona) এই নয়া ভ্যারিয়েন্ট বিশ্ব জুড়ে থাবা বসাতে শুরু করেছে বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চিন, ফ্রান্স (France), ইতালিতে যখন ফের করোনার প্রকোপ বাড়ছে, সেই সময় লন্ডনেও মিলল XE। যা ওমিক্রনের তুলনায় ১০ শতাংশ বেশি মিউটেশন ঘটিয়ে সংক্রমণের মাত্রা হু হু করেবাড়িয়ে দিতে পারে বলে খবর।

রিপোর্টে প্রকাশ, বি এ ১, বি এ ২ এবং ওমিক্রনের সংযোগের । জেরে তৈরি হয়েছে করোনার এই নতুন প্রজাতি। ইংল্যান্ডের ভাইরাস বিশেষজ্ঞ সুসান হপকিন্স জানান,  করোনার আগের প্রজাতিগুলির তুলনায়  XE দ্বিগুন হারে সংক্রমণ ঘটাতে পারে। তবে এখনও পর্যন্ত করোনার এই নতুন প্রজাতি সম্পর্কে বিস্তারিতভাবে কিছু জানা যায়নি বলে জানান হপকিন্স।

আরও পড়ুন:  Sri Lanka: প্রতিবাদে উত্তাল শ্রীলঙ্কা, অর্থনৈতিক সঙ্কট থেকে বাঁচতে সংসদের বাইরে বিক্ষোভ

তবে করোনার (COVID 19) এই নয়া প্রজাতির হাত থেকে বাঁচতে কোভিড বিধি অবলম্বন করে চলতে হবে বলে ফের সতর্কতা জারি করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে। প্রসঙ্গত চিনের সাংহাইতে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ফলে সাংহাইতে জারি করা হয়েছে কড়া লকডাউন। সাংহাইতে প্রত্যেক বাড়িতে গিয়ে কোভিড পরীক্ষা করাচ্ছেন সেখানকার স্বাস্থ্য কর্মীরা।