Representational Image (Photo Credits: Pixabay)

কুয়ালালামপুর, ১৭ অগাস্ট: করোনার থেকেও আরও ভয়াবহ, ১০ গুণ বেশি শক্তিশালী কোভিড-১৯ প্রজাতি বা স্ট্রেনের সন্ধান মিলল মালয়েশিয়াতে। এই নতুন প্রজাতিটিকে 'D614G' হিসেবে চিহ্নিত করছেন বিজ্ঞানীরা। এই ভাইরাস ১০ গুণ বেশি ছোঁয়াচে বলেও দাবি করছেন সেদেশের স্বাস্থ্যমন্ত্রক। সম্প্রতি ভারত থেকে মালয়েশিয়া ফিরেছিলেন এক রেস্তরাঁ-মালিক। ১৪ দিন হোম-কোয়ারেন্টাইনের নিয়ম লঙ্ঘন করেন তিনি। এরপরই ওই ব্য়ক্তির শরীরে মারণভাইরাসের এই ভয়ঙ্কর স্ট্রেনের অস্তিত্ব মেলে। ফিলিপাইন্স থেকে ফেরা কিছু ব্যক্তির দেহেও মিলেছে এই সংক্রমণ। মোট ৪৫ জন সংক্রমিত হয়েছে। এরমধ্যে ৩ জনের শরীরে মিলেছে মারণ ভাইরাসের এই নতুন প্রজাতি। আরও পড়ুন:  NEET and JEE Main 2020: নিট ও জেইই ২০২০ স্থগিতের আবেদন নাকচ করল সুপ্রিমকোর্ট, সেপ্টেম্বরেই হবে পরীক্ষা

রবিবার নিজের ফেসবুক পেজে সকলকে সতর্ক করে পোস্ট করেন স্বাস্থ্যবিভাগের ডিরেক্টর জেনারেল নুর হিসাম আবদুল্লা। তিনি লেখেন, 'সাধারণ মানুষকে আরও সতর্ক-সচেতন থাকতে হবে এবং নিতে হবে প্রয়োজনীয় পদক্ষেপ। পাশাপাশি সাধারণ মানুষের আরও সহযোগিতা প্রয়োজন। করোনাভাইরাসের চেন ভাঙতে না পারলে আরও সমস্যায় পড়তে হবে।'

যদিও হু-র তরফ থেকে এখনও সেভাবে কোনও সতর্কতা জারি করা হয়নি। তবে মালয়েশিয়াতে করোনা সংক্রমণের দাপট ক্রমশ কমে গেছিল। সেখানে আচমকা করোনা সংক্রমণের জেরে আতঙ্ক বাড়ছে মালয়েশিয়াতে। প্রসঙ্গত, ভাইরাসের প্রজাতির এত দ্রুত পরিবর্তন যদি সত্যি হয়, তাহলে টিকা কিংবা ওষুধ তৈরির গবেষণাও প্রশ্নের মুখে পড়বে। ১৭ অগাস্ট দুপুর ১২ টা পর্যন্ত নতুন করে ১২ জনের আক্রান্তের খবর মিলেছে। অপরদিকে একদিনে সুস্থ হয়ে উঠেছেন। দেশে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯,২১২ জন। সুস্থ হয়ে উঠেছেন ৮,৮৭৬।