New Baba Vanga July 5 Prediction: ১৯৯৬ সালে মৃত্যু হয়েছে বাবা ভাঙ্গার (Baba Vanga)। কিন্তু তাঁর ভবিষ্যদ্বাণী বছরের পর বছর ফলে আসছে। ২০২৫ সাল নিয়ে বহু বছর আগেই কিছু ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন তিনি। বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, এই বছর প্রাকৃতিক, সামাজিক, অর্থনৈতিক বিপর্যয় ঘটবে। সাল পড়তে না পড়তেই একের পর এক বিপর্যয়ের ঘটনা যে হারে ঘটছে তাতে জাপানের এই বিষ্ময়কর মহিলার ভবিষ্যদ্বাণী নিয়ে আর কারুর কোন সন্দেহ নেই। বছরের শুরুতেই মায়নমার, থাইল্যান্ডে ভয়ঙ্কর ভূমিকম্পের, দেশে দেশে যুদ্ধ, এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা যেন তারই ভবিষ্যদ্বাণীকে সত্যি করে তুলছে। তবে এখানেই শেষ নয়। ২০২৫-এর অর্ধেক সবে অতিবাহিত হয়েছে। বছর শেষ হতে এখনও ছয় মাস বাকি। বাবা ভাঙ্গার পর এবার 'নতুন বাবা ভাঙ্গা'র (New Baba Vanga) ভবিষ্যদ্বাণী ভয় ধরাচ্ছে গোটা বিশ্বকে।
৫ জুলাই নিয়ে নতুন বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী
জাপানি মাঙ্গা শিল্পী রো তাৎসুকি (Ryo Tatsuki) কোভিড অতিমারীর ভবিষ্যদ্বাণী করেছিলেন। যা ২০২০ সালে অক্ষরে অক্ষরে ফলেছে। লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলেছে এই ভাইরাস। রো তাৎসুকিই বিশ্বব্যাপী 'নতুন বাবা ভাঙ্গা' নামে পরিচিতি পেয়েছেন। আসন্ন জুলাই মাস নিয়ে সাংঘাতিক কিছু ভবিষ্যদ্বাণী করেছেন তিনি। আগামী ৫ জুলাই জাপানে বড়সড় বিপর্যয় ঘটতে চলেছে। সুনামি (Tsunami) গ্রাস করবে জাপানকে (Japan)।
রো তাৎসুকির (Ryo Tatsuki) ভবিষ্যদ্বাণী অনুযায়ী, আগামী ৫ জুলাই সেই সংকটময় দিন। এদিন জাপান এবং ফিলিপিন্সের মধ্যবর্তী সমুদ্রতলের নীচে ফাটল তৈরি হবে। তার ফলে যে ভূমিকম্প তৈরি হবে তা ইতিপূর্ব ঘটে যাওয়া তোহোকু ভূমিকম্পের চেয়ে তিন গুন উঁচু ঢেউ সৃষ্টি করবে। এই ভবিষ্যদ্বাণী সত্যি হলে জাপানের যে কী হাল হতে চলেছে তা ভাবলেও গায়ে কাঁটা দিচ্ছে।