Netflix (Photo Credit: Twitter)

সান ফ্রান্সিসকো, ১৯ মে:  'স্ট্রিমিং জায়েন্ট' নেটফ্লিক্স (Netflix) থেকে ছাঁটাই করা হল ১৫০ জন কর্মীকে। মার্কিন মুলুক (US) থেকেই এই ১৫০ জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে বলে খবর। সম্প্রতি আমেরিকায় নেটফ্লিক্সের জনপ্রিয়তা এবং ব্যবসায় ভাটা পড়াতেই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।

রিপোর্টে প্রকাশ, গোটাবিশ্ব জুড়েই কমছে নেটফ্লিক্সের গ্রাহক সংখ্যা।  সেই কারণে ১৫০ জন কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। নেটফ্লিক্সের গ্রাহক সংখ্যা কমতে থাকায়, উপার্জন বৃদ্ধিও নিম্নমুখী।  সেই কারণেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হয় বেল জানানো হয়েছে সংস্থার মুখপাত্রের তরফে। ব্যবসার মন্থর গতি কাটাতেই নেটফ্লিক্সের তরফে কর্মী ছাঁটাইয়ের মত পদক্ষেপ করতে হয়েছে বলেও জানানো হয় সংস্থার তরফে।

আরও পড়ুন:  Assam Flood: অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি, জলের তোড়ে ভেসে যাচ্ছে রাস্তা, বিপর্যস্ত কয়েক লক্ষ মানুষ

তবে কী কারণে এভাবে হু হু করে নেটফ্লিক্সের গ্রাহক সংখ্যা কমতে শুরু করেছে, সে বিষয়ে সংংস্থার তরফে কোনও মন্তব্য করা হয়নি।