Benjamin Netanyahu (Photo Credit: ANI)

হামাস ইজরায়েল যুদ্ধ থামিয়ে যাওয়ার পক্ষপাতী নন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। পণবন্দিদের ফিরিয়ে আনার পর আবার যুদ্ধ শুরু করা হবে যতক্ষন পর্যন্ত ইজরায়েল তার কাঙ্খিত লক্ষ্যে না পৌছয়।

মঙ্গলবার ইজরায়েল ক্যাবিনেটে যুদ্ধবিরতি প্রস্তাবের ভোটাভুটিতে এমনটাই জানিয়েছেন তিনি। যদিও পণবন্দিদের ফিরিয়ে আনাটা তাদের কাছে যে গুরুত্বপূর্ণ কাজ সে বিষয়েও জানিয়েছেন তিনি।

হামাসের সঙ্গে যুদ্ধ প্রসঙ্গে নেতানিয়াহুর দাবি, এখন যুদ্ধ চলছে এবং তা ততক্ষন চলবে যতক্ষন পর্যন্ত  না হামাসকে সম্পূর্ণ শেষ করা হয়। যাতে ইজরায়েল রাষ্ট্রের ওপর আর কেউ আক্রমন শানাতে না পারে।

আল আকসা মসজিদে হামলার বদলা নিতে ৭ ই অক্টোবর ইজরায়েলের সীমানার ভেতর ঢুকে হামলা চালায় হামাস। যার জেরে প্রায় ১২০০ মানুষের মৃত্যু হয় এছাড়া ২৫০ জন ইজরায়েলের নাগরিককে পণবন্দি করে নিয়ে যাওয়া হয়। তারপর থেকে বিমান হামলা ও স্থল অভিযানে নেমে প্রায় ১২ হাজার প্যালেস্তানীয়কে হত্যা করে।

ইতিমধ্যেই এই হামলায় নিজেদের যুক্ত করেছে ইয়েমেনের হুথি এবং লেবাননের হেজবোল্লাহ। যুদ্ধ চলতে থাকলে তা যে আঞ্চলিক দ্বন্দ্বের রুপ নেবে সে বিষয়ে কোন সন্দেহ নেই। ইতিমধ্যেই গাজায় যুদ্ধ নিয়ে ব্রিকস সম্মেলনের আয়োজন করা হয়েছিল। যেখানে ইজরায়েলকে কড়া ভাষায় ভৎসনা করে ইরান।