
Gaza War: গাজার দখল নিচ্ছে ইজরায়েলের সেনা (IDF)। ঘোষণা করলেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। তবে আন্তর্জাতিক চাপের কাছে নতিস্বীকার করে গাজা (Gaza)-য় খাবার, জল ঢুকতে দিতে বাধ্য হল ইজরায়েল (Israel)। গতকাল, রবিবার রাতেই গাজায় ঢুকে গিয়েছে ইজরায়েলের সেনা। তার আগে গত দু-তিনদিন ধরে ক্রমাগত ভয়াবহ বোম ছুঁড়ে গাজাকে পুরো ধ্বংসস্তুপে পরিণত করে দেয় ইজরায়েলের বায়ুসেনা। আগামী কয়েক দিনের মধ্যে গাজার দখল পুরোপুরি নিয়ে নেবে তার দেশের সেনা, তা জানিয়ে দিলেন নেতানিয়াহু।
গাজাকে পুুরোপুরি ধ্বংসস্তুপে পরিণত করে দিয়েছে ইজরায়েল
ইজরায়েলের সুরক্ষার জন্যই গাজায় তাদের দখল চাই বলে নেতানিয়াহু জানিয়েছেন। প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর সীমান্তে টপকে হাজার হাজার হামাস জঙ্গি বহু সাধারণ ইজরায়েলি মানুষদের খুন করে ও অপহরণ করে গাজায় নিয়ে গিয়েছিল। তারপর থেকে প্রায় টানা ৫৯০ দিন ধরে গাজা, রাফা সহ প্যালেস্টাইনে আকাশপথে বোমা বর্ষণ করে চলেছে ইজরায়েল। আরও পড়ুন-পাকিস্তানের মিত্র তুরস্কের কাছে আমেরিকার ক্ষেপণাস্ত্র বিক্রি, ভারত কি চাপের মুখে পড়তে পারে?
দেখুন খবরটি
Israel resumes Gaza offensive as limited aid entry begins ⬇️ https://t.co/H7O3YUIsLX
— Gamereactor UK (@GamereactorUK) May 19, 2025
গাজায় ৫০ হাজারের বেশী মানুষ ইজরায়েলের হামলায় মারা গিয়েছেন
ইজরায়েলের হামলায় গাজায় ৫০ হাজারের বেশী মানুষ মারা গিয়েছেন। দোহায় হামাসের সঙ্গে ইজরায়েলের যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনার মাঝেই গাজার দখল নিশ্চিত করছেন নেতানিয়াহু।