দিল্লি, ১০ সেপ্টেম্বর: নেপালে (Nepal Unrest) পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। রাষ্ট্রপতি পাউডেলকেও ইস্তফা দিতে দেখা গিয়েছে অশান্ত নেপালে (Nepal Protests)। হিমালয়ের কোল ছোট্ট, শান্ত দেশের পরিস্থিতি যে এভাবে অগ্নিগর্ভ হয়ে উঠতে পারে, সেই ধারনা এতদিন ছিল না। নেপালের পরিস্থিতি যখন উত্তাল হয়ে উঠেছে, সেই সময় সেখানে থাকা পর্যটকদেরও কোনওভাবে ছাড়া হচ্ছে না। নেপালে থাকা তেমনই এক ভারতীয়র (Indian Stuck In Nepal) আকুল আবেদনের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হতে শুরু করেছে।
উপাসনা গিল নামে এক ভারতীয় একটি ইভেন্টের জন্য নেপালে গিয়েছিলেন। নেপালের পোখরানের একটি হোটেলে রয়েছেন উপাসনা গিল। বিক্ষোভ যখন ছড়াতে শুরু করে, সেই সময় পোখরানের ওই হোটেলে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। সেখানকার সবকিছু যেমন পুড়িয়ে দেওয়ার চেষ্টা চলে, তেমনি উপাসনের পিছনে লাঠি নিয়ে দৌঁড়তে শুরু করে বিক্ষোভকারীরা। ভয়ে, আতঙ্কে কার্যত কুকড়ে যান বিক্ষোভকারীরা।
নেপাল যখন জেন জ়ি-এর প্রতিবাদ, বিক্ষোভে উত্তাল, সেখানে অত্যাচার চলছে, সেই সময় ভারতীয় সরকারের কাছে আবেদন জানান উপাসনা গিল। তিনি বলেন, নেপালের পরিস্থিতি অত্যন্ত খারাপ। ভারত সরকার যাতে তাঁকে সাহায্য করে, সে বিষয়ে একাধিকবার আবেদন করতে দেখা যায় ওই ভারতীয়কে। পরিস্থিতি এতটাই খারাপ যে ক্যামেরার সামনে কেঁদে ফেলেন উপাসনা গিল নামের ওই মহিলা।
ভারত সরকার যাতে তাঁকে উদ্ধার করে, সেই আবেদন জানান উপাসনা গিল...
ये भारतीय, उपासना गिल नेपाल में हैं जिस होटल में रह रही थीं, लोगों ने उसमे आग लगा दी, डंडे लेकर उन्हें मारने के लिए दौड़े, यहां टूरिस्ट को भी नहीं छोड़ा जा रहा।मदद के लिए गुहार लगा रही है।
नेपाल की स्थिति भयावह है pic.twitter.com/F0g9dpTsRX
— Anamika Jain Amber (@anamikamber) September 10, 2025
নেপালে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ইস্তফা দেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়নি। নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। সেই সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীর জ্ব্যান্ত দগ্ধ করে দেওয়া হয়। যে ঘটনা প্রকাশ্যে আসতেই, গোটা বিশ্ব জুড়ে হুলুস্থূল শুরু হয়ে যায়।
নেপালের বিক্ষোভ কী নিয়ে?
নেপালে প্রথমে বন্ধ করা হয় সোশ্যাল মিডিয়া। যার জেরে বিক্ষোভ শুরু হয় ভারতের পড়শি দেশে। জেন জ়ি-এর প্রতিবাদ যখন ফুটতে শুরু করে, সেই সঙ্গে যুক্ত হয় দুর্নীতির অভিযোগ। দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলে জেন জ়ি-এর প্রতিবাদের আগুন হু হু করে ছড়িয়ে পড়তে শুরু করে। এরপরই নেপালের বিক্ষোভকারীদের চাপে পড়ে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ইস্তফা দেন। এরপরই নেপালের সংসদ ভবন আগুনে জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা।