দিল্লি, ১০ সেপ্টেম্বর: উত্তপ্ত নেপালের (Nepal Unrest) পরিস্থিতি ক্রমাগত খারাপ হচ্ছে। এবার নেপালের জেল (Nepal Jail) ভেঙে বন্দিরা (Nepali Prisoners) পালাতে শুরু করেছে। নেপালের দিলিবাজার জেল থেকে বন্দিরা পালিয়ে যেতে শুরু করেছে। পরিসংখ্যান বলছে, প্রায় ১৬০০ বন্দি দিলিবাজার জেল ভেঙে পালিয়ে গিয়েছে ইতিমধ্যেই। তাদের খোঁজ মেলেনি এখনও পর্যন্ত। দিলিবাজেরের পাশাপাশি ঝুমকা, ভরতপুর, সানসারি জেল থেকেও বন্দিরা পালাতে শুরু করেছে। তবে কোন জেল থেকে ঠিক কতজন বন্দি পালিয়ে গিয়েছে, সে বিষয়ে এখনও স্পষ্ট পরিসংখ্যান মেলেনি।
রিপোর্টে প্রকাশ, জেলের দরজা ভেঙে, পাঁচিল টপকে সেখান থেকে বন্দিরা পালাতে শুরু করেছে। এসবের পাশাপাশি ভরতপুর জেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন ধরিয়ে দিয়ে ভরতপুর জেল থেকে পালিয়ে যায় বন্দিরা।
জানা যায়, নেপালে যখন জেলের ভিতরে বিক্ষোভকারীরা প্রবেশ করে, সেই সময় সুযোগ বুঝে বন্দিরা পালিয়ে যেতে শুরু করে। বেশ কয়েকটি জেল থেকে যে হারে বন্দিদের পালিয়ে যেতে দেখা যায়, তার সংখ্যা ১৬০০ থেকে ১৭০০-তে পৌঁছে যায়।
নেপালে যখন বিক্ষোভ চরম মাত্রা নেয়, সেই সময় স্লাগান দিতে শুরু করে বন্দিরা। এরপর জেল ভেঙে বন্দিরা সব পালিয়ে যেতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আগেই জেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। সবকিছু মিলিয়ে নেপালে জেন জ়ি-র বিক্ষোভ শুরু হতেই, গোটা দেশের একাধিক জেল থেকে বন্দিরা পালাতে শুরু করেছে।
দেখুন সেই ভিডিয়ো যখন নেপালের একাধিক জেল থেকে বন্দিরা পালাতে শুরু করে...
डिल्लीबजार कारागारमा आगजनीपछि भाग्न खाेजेका कैदीबन्दीहरु सेनाको नियन्त्रणमा, बख्तरबन्द गाडी पनि ल्याइयाे#NepalPress pic.twitter.com/hFeIS5whSv
— NepalPress (@NepalPressnp) September 10, 2025
নেপালে যখন জেল ভেঙে বন্দিরা পালাতে শুরু করে, সেই সময় পানিট্যাঙ্কিতে সতর্কতা আরও জোরদার করা হয়। ভারত-নেপাল সীমান্তে অবস্থিত বাংলার এই অঞ্চল দিয়ে যাতে কোনওভাবে কোনও অপরাধী ভারতে প্রবেশ করতে না পারে, সেদিকে কড়া নজর রাখা হয়েছে।
অন্যদিকে উত্তরপ্রদেশেও জারি করা হয়েছে সতর্কতা। উত্তরপ্রদেশ থেকে যাতে নেপালি অপরাধী বা বন্দিরা এ দেশে ঢুকতে না পারে, তার জন্য জারি করা হয় চরম সতর্কতা।
ভিডিয়োতে দেখুন কীভাবে ভেঙে, পাঁচিল টপকে, আগুন ধরিয়ে নেপালের জেল থেকে পালাচ্ছে বন্দিরা, কড়া সতর্কতা বাংলা, উত্তরপ্রদেশ সীমান্তে