Hindu Nepal (Photo Credit: X)

দিল্লি, ১০ সেপ্টেম্বর: জেন জ়ি-র (Gen Z Protests In Nepal) বিক্ষোভে উত্তাল নেপাল। সোশ্যাল মিডিয়া বন্ধ নিয়ে যে বিক্ষোভ শুরু হয়, তা দুর্নীতির বিরুদ্ধে পৌঁছে যায় চরম সীমায়। যার জেরে নেপালে যেমন সংসদ ভবন, সুপ্রিম কোর্ট পুড়িয়ে দেওয়া হয়, তেমনি প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে জ্ব্যান্ত জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা।

উত্তাল নেপাল (Nepal Protests) থেকে শেষ পর্যন্ত ইস্তফা দেন প্রধানমন্ত্রী কে পি সিং ওলি। তারপরও বিক্ষোভ, অস্থিরতা কমেনি। এবার নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কারকির নাম প্রস্তান করা হয় জেন জ়ি বিক্ষোভকারীদের তরফে। যদিও এখনও সেনা বাহিনীর তরফে সিদ্ধান্ত জানানো হয়নি। তবে বদলে যাওয়া নেপালের পটভূমিতে সুশীলা কারকিই পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন বলে খবর।

এসবের মধ্যে নেপালের জেন জ়ি-এর একাধিক প্রস্তাব সামনে আসতে শুরু করেছে। যার মধ্যে অন্যতম, নেপালকে হিন্দু রাষ্ট্র (Hindu Rashtra Nepal) হিসেবে ঘোষণা করতে হবে। সেই সঙ্গে সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী কে পি সিং ওলিকে খুঁজে বের করে গ্রেফতার করতে হবে। ওলিকে অবিলম্বে গ্রেফাতারির দাবি জানানো হয় জেন জ়ি-এর বিক্ষোভকারীদের তরফে।

প্রসঙ্গত প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে কে পি সিং ওলি নেপাল ছেড়েছেন বলে খবর। এবার ওলিকে গ্রেফতার করতে হবে বলে বিক্ষোভকারীদের তরফে দাবি জানানো হয়েছে।

আরও পড়ুন: Sushila Karki: যোগী রাজ্যের সঙ্গে 'সরাসরি যোগ' নেপালের হবু প্রধানমন্ত্রীর, সুশীলা কারকির সংযোগ ভারতের সঙ্গে ঠিক কীভাবে

এসবের পাশাপাশি জেন জ়ি-র বিক্ষোভকারীদের তরফে রেহান রাজ দঙ্গল জানান, সুশীলা কারকিকে তাঁরা অন্তবর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। তবে কোনও প্রধানমন্ত্রী যাতে ২বারের বেশি দেশের মাথায় বসতে না পারেন, সে বিষয়েও দাবি জানানো হয়েছে বিক্ষোভকারীদের তরফে।

সুশীলা কারকি হলেন নেপালের প্রথম মহিলা প্রধান বিচারপতি। ২০১৬ সালে নেপালের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ হন সুশীলা কারকি। এবার বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করা ৭২ বছরের কারকিকেই প্রধানমন্ত্রী হিসেবে পেতে চায় বিক্ষোভকারীরা।