দিল্লি, ১০ সেপ্টেম্বর: নেপাল থেকে (Nepal Unrest) কে পি শর্মা ওলি ইস্তফা দেওয়ার পর সেখানে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কারকির (Sushila Karki) নাম উঠে আসছে। নেপাল সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি সুশীলা কারকি সে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন বলে জেন জ়ি-এর প্রস্তাবে উঠে এসেছে।
নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে যে সুশীলা কারকির নাম উঠে আসছে, তাঁর সঙ্গে ভারতের সংযোগ রয়েছে। বারাণসীর (Varanasi) সঙ্গে যোগ রয়েছে সুশীলার। জানা যায়, সুশীলা কারকি বিরাটনগরের মহেন্দ্র মোরং কলেজ থকেে স্নাতক হন। এরপর বেনারস বিশ্ববিদ্যালয় (VHU) থেকে স্নাতকোত্তর হন পলিটিকাল সায়েন্স বা রাষ্ট্রায়ত্ত বিজ্ঞানে। ফলে বারাণসীর সঙ্গে সুশীলা কারকির জীবনের যোগ রয়েছে অতোপ্রভাবে। বেনারস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর হওয়ার পর নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে আইন পাশ করেন সুশীলা কারকি।
আরও পড়ুন: Sushila Karki: ইউনুস থেকে সুশীলা, বাংলাদেশ, নেপাল মিলে যাচ্ছে একই সূত্র ধরে
১৯৭০ সাল থেকে নিজের কেরিয়ার শুরু করেন সুশীলা কারকি। আইন নিয়ে পড়াশোনা করে নেপালের সুপ্রিম কোর্টের বিচারপতি পদে নিয়োগ হয় তাঁর। তিনিই নেপালের প্রথম মহিলা বিচারপতি। যা এক কথায় ঐতিহাসিক বলে জানা যায়।
প্রসঙ্গত ২০১৬ সালে নেপাল সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি হিসেবে নির্বাচিত হন সুশীলা কারকি। এবার সেই বেনারস বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা সুশীলা কারকিকেই নেপালের জেন জ়ি বেছে নিতে চাইছে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে।
জানা যাচ্ছে, নেপালের বদলে যাওয়া পটভূমিতে সুশীলা কারকির সঙ্গে বলেন শাহ-এর বৈঠক হয়েছে। সেখানে বলেন শাহ-র সঙ্গে সুশীলা কারকির কোন কোন বিষয় নিয়ে কথা হয়, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।