দিল্লি, ১১ সেপ্টেম্বর: এবার নেপালের (Nepal Unrest) সেনা বাহিনীর সদর দফতরের বাইরে প্রতিবাদ, বিক্ষোভ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি এবং রাষ্ট্রপতি পাউডেল ইস্তফা দেওয়ার পরও বিক্ষোভ থামেনি। ফলে নেপাল যেন অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়েই আন্তর্জাতিক বিশ্বের সামনে উঠে আসতে শুরু করেছে।
নেপালের (Nepal Protests) প্রধানমন্ত্রী ওলির পদত্যাগের পর সে দেশের ক্ষমতা দখল করেছে সেনা বাহিনী। যার জেরে নেপালের রাস্তায় সেনা বাহিনীর টহলদারিও শুরু হয়েছে। তবে এর মধ্যেই এবার নেপালের সেনা বাহিনীর সদর দফতরের সামনে বিক্ষোভ শুরু হল।
জেন জ়ি-র বিক্ষোভকারীরা নেপালের সেনার সদর দফতরের সামেন শুরু করেছে বিক্ষোভ। প্রথমে হালকা জমায়েত সেখানে হতে শুরু করে, পরে তা বড় আকার নেয়। নেপালি সেনার সদর দফতরের সামনে যেভাবে প্রতিবাদ, বিক্ষোভ শুরু হয়, তা যে ফের ঘোরতর আকার নেবে না, তেমন কথা ইতিমধ্যে কেউ বলতে পারছেন না।
দেখুন সেনা বাহিনীর সদর দফতরের সামনে কীভাবে নতুন করে শুরু হল বিক্ষোভ...
Clash between groups of Nepal GenZ over internal rift for leadership in front of Nepalese Army Headquarter.
Strange !
— War & Gore (@Goreunit) September 11, 2025
জেন জ়ির কোনও কোনও বিক্ষোভকারীকে দেখা যায় সেনা সদর দফতরের সামনে হাতে পোস্টার নিয়ে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন...
Right now near Army Headquarters, a Gen Z in school uniform says there is too much of intervention and manipulation in their organic protest now! pic.twitter.com/T3MRWgumhB
— Shristi Kafle (@KafleShristi) September 11, 2025
কতজনের মৃত্যু হয়েছে জেন জ়ির বিক্ষোভে
শেষ খবর পাওয়া পর্যন্ত ৩১ জনের মত্যু হয়েছে। নেপালের স্বাস্থ্য মন্ত্রকের তরফে এই খবর প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে এক হাজারের বেশি মানুষ আহত।
প্রধানমন্ত্রী ওলির ইস্তফার পর যখন পরিস্থিতি নাগালের বাইরে চলে যায়, সেই সময় নেপালে সেনা শাসন শুরু হয়। কাঠমাণ্ডুর রাস্তায় সেনা বাহিনীর জওয়ানদের টহল দিতে দেখা যায়। রাস্তায় গাড়িঘোড়া থেকে শুরু করে বিভিন্ন চেক পয়েন্টে মোতায়েন হয় সেনা। ফলে সাধারণ মানুষ যাতে বাড়িতে থাকেন, সে বিষয়ে বাহিনীর তরফে বার বার আবেদন জানানো হয়।
এসবের পাশাপাশি নেপালের প্রধানমন্ত্রী কে হবেন, তা নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে। প্রথমে কাঠমাণ্ডুর নমেয়র বলেন শাহ-র নাম শোনা যায়। তারপর উঠে আসে সুশীলা কারকির নাম। এবার ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার কুলমান ঘিসিংয়ের নাম নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে উঠে আসতে শুরু করেছে।