দিল্লি, ১১ সেপ্টেম্বর: নেপাল উত্তাল জেন জ়ি-এর বিক্ষোভ, প্রতিবাদে। নেপাল যখন জেন জ়ি-এর বিক্ষোভ উত্তাল হতে শুরু করেছে, সেই সময় বদলের দেশের পরবর্তী প্রধানমন্ত্রী সুশীলা কারকি (Sushila Karki) হতে পারেন বলে খবর মিলছে। নেপালের (Nepal Unrest) সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি সুশীলা কারকিকেই জেন জ়ি বিক্ষোভকারীরা নয়া প্রধানমন্ত্রী করে দেশের মাথায় বসাতে চাইছেন বলে খবর।
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে স্নাতোকত্তর পাশ করা সুশীলা কারকির সঙ্গে ভারতের যোগ রয়েছে ঠিক এভাবেই। সুশীলা উত্তরপ্রদেশের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরিয়েছেন রাষ্ট্রায়ত্ত বিজ্ঞান নিয়ে। এবার সেই সুশীলা কারকি নেপালের (Nepal Protests) প্রধানমন্ত্রী হলে, ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়বেন না কি উলটো দিকে বইবেন, তা নিয়ে জোর জল্পনা ছড়িয়েছে।
তবে ভারত সম্পর্কে এখনও কোনও নেতিবাচক মনোভাব সুশীলা কারকির ভিতরে দেখা যায়নি। এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে সুশীলা কারকি বলেন, 'আমি মোদীজিকে প্রণাম জানাচ্ছি। মোদীজি সম্পর্কে আমার অত্যন্ত ভাল ধারনা রয়েছে।'
সম্প্রতি কে পি শর্মা ওলি সরকারের বিরুদ্ধে বিরুদ্ধে উঠতে শুরু করে সে দেশের যুব সমাজ। সোশ্য়াল মিডিয়া বন্ধ নিয়ে শুরু হয় নেপালে জেন জ়ি-এর প্রতিবাদ। যা গিয়ে শেষ হয় দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে।
জেন জ়ি-র (Gen Z Protests) প্রতিবাদের জেরে শেষ পর্যন্ত নেপাল থেকে ইস্তফা দেন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। নেপালের রাষ্ট্রপতিও পদত্যাগ করতে বাধ্য হন। উত্তাল হয়ে গওঠে গোটা দেশ। এসবের মাঝে নেপালের একাধিক জেল থেকে বন্দিরা পালাতে শুরু করে। ফলে গোটা দেশ জুড়ে কার্যত অরাজকতা শুরু হয়ে যায়।
এসবের মাঝেই এবার নয়া প্রধানমন্ত্রীর নাম প্রস্তাব করা হয় জেন জ়ি বিক্ষোভকারীদের তরফে।