দিল্লি, ১০ সেপ্টেম্বর: উত্তাল নেপাল (Nepal Unrest) থেকে একাধিক ছবি এবং ভিডিয়ো (Nepal Video) সামনে আসতে শুরু করেছে। যার মধ্যে অন্যতম একটি হেলকপ্টার থেকে দড়ি ধরে মানুষ ঝুলছে, তেমন ভিডিয়ো। অশান্ত নেপাল থেকে এবার একটি ভিডিয়ো সামনে এল যেখানে দেখা যায়, হেলিকপ্টারের দড়ি ধরে সেখানে ঝুলছেন বেশ কয়েকজন। যে ভিডিয়ো সামনে আসার পর তা নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে।
জানা যায়, নেপালে (Nepal Protests) যখন প্রতিবাদ, প্রতিরোধ তুঙ্গে, সেই সময় জেন জ়ি বিক্ষোভকারীদের হাত থেকে বাঁচতে হেলিকপ্টারে চড়ার চেষ্টা করে নেপালের এক মন্ত্রীর পরিবার। হেলিকপ্টারে জায়গা না পেয়ে, সেখান থেকে ঝোলানো দড়ি ধরে উড়তে শুরু করেন। কোনওভাবে হেলিকপ্টার থেকে যাতে পড়ে যেতে না হয়, তার জন্য প্রাণপনে আঁকড়ে থাকতে দেখা যায় দড়ি। নেপালের এমন ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে হুলুস্থূল শুরু হয়।
দেখুন সেই ভিডিয়ো যেখানে হেলিকপ্টারের দড়ি থেকে ঝুলে পড়তে দেখা যায় মন্ত্রীর পরিবারকে...
Politicians escaping the wrath of the people in Nepal
God when?
— NeZZar (@lagos_fineboy) September 10, 2025
অগ্নিগর্ভ নেপালে থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। এই মুহূর্তে নেপালের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী ঠিক কোথায় রয়েছেন, তা নিয়ে নানা জল্পনা ছড়িয়েছে। নেপালের রাষ্ট্রপতিও পদত্যাগ করেছেন। ফলে এই মুহূর্তে নেপালের দখল নিয়েছে সেনা বাহিনী।
নেপালে পরবর্তী প্রধানমন্ত্রী নিয়োগ হওয়া না পর্যন্ত বিক্ষোভ যে থামবে না, তা কার্য়ত স্পষ্ট। আর এবার এই পরিস্থিতির ভিতর থেকে উঠে আসতে শুরু করল নেপাল ছেড়ে পালানোর জন্য হেলিকপ্টারের দড়ি ধরে মন্ত্রী এবং তাঁর পরিবারের ঝুলে থাকার দৃশ্য।