কাঠমাণ্ডু ৯ সেপ্টেম্বর: ইস্তফা দিলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি (Nepal PM KP Sharma Oli Resigns)। প্রবল বিক্ষোভের মাঝে শেষ পর্যন্ত ইস্তফা দিতে বাধ্য হলেন নেপালের প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন ইস্তফা দিয়ে সে দেশ থেকে পালিয়ে যান ওলির ক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটবে বলে মনে করছে তথ্যাভিজ্ঞ মহল।
প্রধানমন্ত্রীত্ব থেকে ইস্তফা ওলির...
Nepal Prime Minister KP Sharma Oli resigns: officials
(Source: Third Party)#NepalGenZProtest #KathmanduProtest pic.twitter.com/emqq1CMQVk
— Press Trust of India (@PTI_News) September 9, 2025
নেপালের প্রধানমন্ত্রী ওলির ইস্তফার খবর ছড়াতেই খুশি হয়ে যায় জেন জ়ি। প্রধানমন্ত্রী ওলির ইস্তফা নেপালের জন্য স্বাস্থ্যকর পদক্ষেপ বলে মন্তব্য করা হয় যুব সমাজের তরফে।
দেখুন ওলির ইস্তফার পর কী বলছে জেন জ়ি...
#WATCH | Kathmandu, Nepal | A protestor says, "We are very happy that Nepal Prime Minister K.P. Sharma Oli has resigned..." pic.twitter.com/1Er1npszo5
— ANI (@ANI) September 9, 2025
নেপালে যখন প্রবল বিক্ষোভ ছড়িয়েছে সেই সময় নজরদারি কড়া করা হল ভারত-নেপাল সীমান্তে। পানিট্য়াঙ্কি জুড়ে বিএসএফের নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনওভাবে নেপালের বিক্ষোভের আঁচ যাতে ভারতে পড়তে না পারে, তার জন্য পানিট্যাঙ্কিতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
দেখুন পানিট্যাঙ্কি জুড়ে জোরদার নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে...
#WATCH | Darjeeling, West Bengal | India-Nepal border at Panitanki on high alert amid protests in Nepal triggered by social media ban and alleged corruption charges against the Nepal government. The ban on Facebook, Instagram, WhatsApp and other social media sites in Nepal was… pic.twitter.com/CdJDfuihAd
— ANI (@ANI) September 9, 2025
সম্প্রতি সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার ঘোষণা হয় নেপালে। তারপর থেকেই নেপাল জুড়ে চূড়ান্ত বিক্ষোভ ছড়াতে শুরু করে। সোশ্যাল মিডিয়া নিষিদ্ধর বিরুদ্ধে সুর চড়ানোর পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধেও নেপালের জেন জ়ি চূড়ান্ত বিক্ষোভ শুরু করে। যার জেরে শেষ পর্যন্ত ইস্তফা দিতে বাধ্য হন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি।
নেপালের প্রধানমন্ত্রী তথা নেপালি কংগ্রেসের সদস্য ওলি প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার পর দেশ ছাড়েন কি না, সেদিকে তাকিয়ে আন্তর্জাতিক বিশ্ব।