photo credit ANI

প্রবল ভূমিকম্পের জেরে  কার্যত ধংসস্তুপে পরিনত হয়েছে তুরস্ক। প্রতিনিয়ত মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে।দুর্যোগের এই দিনে  বিভিন্ন দেশ থেকে প্রতিনিয়ত আসছে সাহায্য। ভারত ও তাদের বন্ধুকে সাহায্যের উদ্দেশ্যে এনডিআরএফের টিম পাঠিয়েছে তুরস্ক এবং সিরিয়াতে। ধ্বংসস্তুপের মধ্যে থেকে একের পর এক আটকে থাকা মানুষদের বের করে আনছেন তাঁরা। সম্প্রতি এক ৮ বছরের মেয়েকে ধংসস্তুপের মধ্যে থেকে বের করল এনডিআরএফ এবং তুরস্ক সেনার যৌথ টিম।

এভাবেই তুরস্কে সাধারন মানুষের সাহাযার্থে প্রাণপনে কাজ করে চলেছেন এনডিআরএফের টিম। বৃহস্পতিবার আরও একটি মেয়েকে ধংসস্তুপ থেকে বের করে নিয়ে আসে এনডিআরএফ এবং তুরস্ক সেনা। সেই কাজের প্রশংসা ইতিমধ্যেই করেছেন গৃহমন্ত্রী অমিত শাহ।

অপারেশন দোস্ত নামের এই অভিযানে তুরস্ক এবং সিরিয়াতে এখনও পর্যন্ত ৬ টি বিমান পাঠিয়েছে ভারত। এনডিআরএফ দলের পাশাপাশি মেডিকেল সরঞ্জাম এবং আরও প্রয়োজনীয় সামগ্রীও সঙ্গে পাঠানো হয়েছে এই অভিযানে।