Trump-Zelenskyy Meeting: শুক্রবার আলাস্কায় মুখোমুখি বৈঠকে বসেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। ইউক্রেনে যুদ্ধ (Ukraine War) থামাতে পুতিন (Putin)-কে চাপ দিতে গিয়ে, রুশ প্রেসিডেন্টের কৌশলগত কথাবার্তায় পাল্টা চাপে পড়ে গিয়েছেন ট্রাম্প (Trump)। ইউক্রেনে যুদ্ধ থামানোর ইস্যুতে আদাজল খেয়ে নেমে প্রেসিডেন্ট ট্রাম্প বুঝে গিয়েছেন, বিষয়টা ঠিক কতটা কঠিন। ট্রাম্প অবশ্য সেটা স্বীকারও করেছেন। এরই মধ্যে কাল, সোমবার হোয়াইটহাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প। পুতিনের শর্তে নিজের দেশের জমি দিয়ে জেলেনস্কি যুদ্ধবিরতিতে রাজি করাতে ট্রাম্প শিবির কোমর বেঁধেছে। এই মহাবৈঠকে জেলেনস্কির সঙ্গে যাচ্ছেন ন্যাটো মহাসচিব মার্ক রুটে ও উরসুলা ফন ডের লেয়েন।
জেলেনস্কির সঙ্গে থাকছেন ইউরোপের চার রাষ্ট্রধান- ম্য়াক্রোঁ, মেলোনি, মের্জ, স্টাব-রা
পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্সির সঙ্গে ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে যোগ দিতে যাচ্ছেন ইউরোপীয় দেশগুলির রাষ্ট্রপ্রধানরা: যেমন-ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইতালির প্রধান জর্জিয়া মেলোনি, জার্মানির জাতীয় চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব। ম্যাক্রোঁ জানিয়েছেন, ইউক্রেন সংক্রান্ত কোনো সিদ্ধান্ত ইউক্রেনের সম্মতি ছাড়া নেওয়া হবে না।
দেখুন খবরটি
JUST IN - NATO Secretary General Mark Rutte and Ursula von der Leyen will be joining Zelensky on his trip to Washington to meet Trump tomorrow, along with European leaders Macron, Meloni, Merz and Alexander Stubb.
— Disclose.tv (@disclosetv) August 17, 2025
কী বলছেন জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্টের জেলেনস্কি জোর দিয়ে বলেছেন যে শান্তি স্থায়ী হতে হবে, রাশিয়ার আগ্রাসনের মাঝে কেবল অস্থায়ী বিরতি নয়। গতকাল, শনিবারপ ট্রাম্পের সঙ্গে নো অন্তত ঘণ্টা দেড়েক কথা হয়েছিল জেলেনস্কির।