Photo Credits: TW

চন্দ্রযান-৩ (Chandrayaan-3) চাঁদের দক্ষিণ মেরুর (Moon's South Pole) মাটিতে সফল ভাবে অবতরণ (successful landing)  করতেই বিশ্বজুড়ে শুভেচ্ছা জানানো হচ্ছে ভারত ও ভারতীয়দের। টুইট করে অভিনন্দন (Congratulations) জানালেন বিশ্বের এক নম্বর মহাকাশ গবেষণা সংস্থা হিসেবে পরিচিত নাসার প্রধান বিল নেলসনও (NASA Administrator Bill Nelson)।

মার্কিন গবেষণা সংস্থার প্রধান টুইট করেন, দক্ষিণ মেরুতে সফল ভাবে অবতরণ করার জন্য ইসরো আপনাদের অভিনন্দন জানাই। আর চাঁদে চতুর্থতম দেশ হিসেবে একটি মহাকাশযান (spacecraft) অবতরণ করানোর জন্য অভিনন্দন জানাই ভারতকেও। আমরা এই মিশনে আপনার অংশীদার হতে পেরে আনন্দিত। আরও পড়ুন: Chandrayaan-3: চন্দ্রযানের সফল অবতরণে আমেরিকার ভারতীয় দূতাবাসে মিষ্টি বিতরণ, দেখুন ওয়াশিংটন ডিসির ভিডিয়ো