দিল্লি, ৪ সেপ্টেম্বর: গোটা বিশ্বকে চ্যালেঞ্জ ছুঁড়ছে এশিয়া (Asia)। এবার মোদী (Narendra Modi), পুতিন (Vladimir Putin) এবং শি-এর (Xi Jinping) ছবি দেখে ঘাম ছুটছে আমেরিকার (US)। এমনই মনে করছে মার্কিন সাংবাদমাধ্যম। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (SCO Summit) বৈঠকে এক সূত্রে বাঁধা পড়েছেন মোদী, পুতিন এবং শি। পরে সেখানে যোগ দেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উনও (Kim Jong Un)। নতুন বিশ্বের এই নয়া ছবি দেখে মার্কিন যুক্তরাষ্ট্রও এই মুহূর্তে ঠিক থাকতে পারছে না। তাইতো মোদী, পুতিন এবং শি-কে নিয়ে চিন্তায় ট্রাম্প প্রশাসন (Donald Trump)।
মার্কিন যুক্তরাষ্ট্রের কমেন্টেটর ভ্যান জোনস বলেন, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে পুতিন, মোদী এবং শি-এর হাসি মুখের ছবি পশ্চিমী বিশ্বের নজর এড়ায়নি। শুধু তাই নয়, ওই তিন রাষ্ট্রনেতার হাত মেলানো, হাসি মুখের ছবি দেখে প্রত্যেক আমেরিকানের শিরদাঁড়া দিয়ে রক্তের ঠাণ্ডা স্রোত বয়ে গিয়েছে বলেও মন্তব্য করেন ভ্যান জোনস।
দেখুন এসসিওতে শক্তিশালী ৩ রাষ্ট্রপ্রধানের সাক্ষাৎ...
Interactions in Tianjin continue! Exchanging perspectives with President Putin and President Xi during the SCO Summit. pic.twitter.com/K1eKVoHCvv
— Narendra Modi (@narendramodi) September 1, 2025
ওই তিন নেতার ছবি দেখে 'নিউ ওয়াল্ড অর্ডার' সামনে এসেছে। যেখানে পশ্চিমী বিশ্ব নিজেদের মধ্যে জায়গা, জমি নিয়ে লড়াই, ঝগড়ায় ব্যস্ত বলেও জানান ভ্যান জোনস।
সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে মোদী এবং পুতিনকে হাসিতে ফেটে পড়তে দেখা যায়। অন্যদিকে চিনের প্রেসিডেন্টকেও দেখা যায়, হাসি মুখে দুই নেতার সঙ্গে কথা বলতে। এসসিও-র সভাস্থলে যাওয়ার আগে ৩ শক্তিধর রাষ্ট্রনেতার এই ছবি দেখে আমেরিকা যে ভয় পেতে শুরু করেছে তা স্পষ্ট।