ফের কারাদণ্ডের শাস্তি মায়নামারের নেত্রী অং সান সু চি-কে। তাঁর বিরুদ্ধে নির্বাচনে জালিয়াতের অভিযোগ ওঠার পর তদন্তে তার প্রমাণ মিলেছে বলে দাবি। যে কারণে ক্ষমতাচ্যুত নেত্রী সু চিকে তিন বছরের কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। সেনার হাতে থাকা মায়নমারের সরকারী তদন্তে অং সান সু কি-র বিরুদ্ধে নির্বাচনী জালিয়াতিকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন তাঁর সমর্থকরা।
গত বছরের গোড়ায় সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বন্দি রয়েছেন ৭৭ বছর বয়সী সু চি। আরও পড়ুন-আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা কির্চনারের দিকে বন্দুক তাক করে ধৃত ব্যক্তি, দেখুন ভিডিও
দেখুন টুইট
Myanmar's Aung San Suu Kyi sentenced to three years for electoral fraud, reports AFP citing sources
(File Pic) pic.twitter.com/tB6kwVe2QW
— ANI (@ANI) September 2, 2022
গত আগস্টে অং সান সুচিকে ছয় বছর কারাদণ্ডাদেশ দিয়েছিল সামরিক আদালত। পাশাপশি দুর্নীতি, সামরিক শাসক জান্তাবিরোধী আন্দোলনে প্ররোচনা সহ নানা অভিযোগে বিভিন্ন মামলায় সু চিকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।