বুয়েনস আইরেস, ২ সেপ্টেম্বর: আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা কির্চনারকে (Argentina Vice President Cristina Kirchner) হত্যার চেষ্টা। তাঁর দিকে বন্দুক তাক (Points Gun) করার জন্য গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। একটি ভিডিও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে যে ভিড়ের মধ্যে একজন লোক কাছ থেকে ভাইস প্রেসিডেন্টের মাথায় বন্দুক তাক করেছেন। তবে তিনি গুলি করতে পারেননি। তাঁর হাত থেকে বন্দুকটি পড়ে যায়। ঘটনাটি ঘটেছে ক্রিস্টিনা কির্চনারের বাড়ির সামনে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলি জানিয়েছেন, ক্রিস্টিনা তাঁর গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরে প্রবেশ করছিলেন। সেই সময় বাড়ির বাইরে অনেক সমর্থক দাঁড়িয়ে ছিলেন। ভিড়ের মধ্যে থেকে এক বন্দুকধারী একেবারে কাছ থেকে ক্রিস্টিনার মাথায় পিস্তল তাক করেন। তবে তিনি গুলি না ছোড়ায় অক্ষত ছিলেন ক্রিস্টিনা। আরও পড়ুন: COVID 19: ভয়াবহ, করোনা ঠেকাতে চিনের চেঙ্গডুতে ঘরে বন্ধ করে রাখা হল ২১.২ মিলিয়ন মানুষকে
দেখুন ভিডিও:
‼️JUST IN‼️
🇧🇷❌🇦🇷Footage from another angle shows the moment when a Brazilian National named Fernando Andrés Sabag Montiel pulled a gun and tried to assassinate Argentina's left-wing Vice-President Cristina Kirchner
— The gun notoriously failed on the last moment pic.twitter.com/JgmUlNuP2Q
— AZ 🛰🌏🌍🌎 (@AZmilitary1) September 2, 2022
পুলিশের একজন মুখপাত্র বলেছেন, একজন সশস্ত্র ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল থেকে কয়েক মিটার দূরে একটি বন্দুক পাওয়া গিয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তি ব্রাজিলীয় বংশোদ্ভূত বলে সন্দেহ করা হচ্ছে।