MULLAH BARADAR (Photo Credit: Twitter)

কাবুল, ৩ সেপ্টেম্বর: মোল্লা বরাদরের (Mullah Baradar) নেতৃত্বেই আফগানিস্তানের নতুন সরকার গঠন হচ্ছে৷ অর্থাৎ মোল্লা বরাদরই আফগানিস্তানের পরবর্তী রাষ্ট্রপতি হতে পারেন৷ তালিবান সূত্রে মিলছে এমন খবর৷ মোল্লা বরাদরের পরই মোল্লা ইয়াকুব এবং শের মহম্মদ স্তানিকজাই থাকছেন নতুন আফগান সরকারের নেতৃত্বে৷ মিলছে এমন খবর৷

কে এই মোল্লা বরাবদর?

তালিবানের (Taliban) অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা৷ ২০১০ সালে মোল্লা বরাদরকে আটক করা হয়৷ ২০১৮ সালে মুক্তি দেওয়া হয় বরাদরকে৷ এরপর ২০২০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সঙ্গে শান্তি চুক্তি করেন মোল্লা বরাদর৷ যে চুক্তিতে স্থির হয়, আফগানিস্তান (Afghanistan) থেকে মার্কিন সেনা এবং বাহিনী প্রত্যাহার করবে আমেরিকা এবং তার মিত্র শক্তি৷

আরও পড়ুন: Taliban: 'কাশ্মীরের মুসলিমদের দাবি নিয়ে সুর চড়ানো আমাদের অধিকার': তালিবান

তালিবান আফগানিস্তান দখল করার পর, ক্রমাগত কাবুলে শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন মোল্লা বরাদর৷ ওই সময়ই হাক্কানি এবং ইয়াকুব গোষ্ঠীর সঙ্গেও একের পর এক বৈঠক করেন বরাদর৷

জানা যায়, আফগানিস্তানে সরকার গঠন নিয়ে ইতিমধ্যেই ইয়াকুব গোষ্ঠী এবং হাক্কানিদের মধ্যে বিবাদ শুরু হয়েছে৷ আফগানিস্তানে নতুন সরকার গঠন হলে, কারা শীর্ষ নেতৃত্বে থাকবে, তা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে যে বিবাদ শুরু হয়েছে, তা নিয়ে চিন্তায় তালিবান৷