Taliban: 'কাশ্মীরের মুসলিমদের দাবি নিয়ে সুর চড়ানো আমাদের অধিকার': তালিবান
Taliban (Photo Credit: Twitter)

কাবুল,৩ সেপ্টেম্বর: কাশ্মীরে (Kashmir) যে মুসলিমরা রয়েছেন, তাঁদের ন্যায্য অধিকারের দাবিতে আমাদের সুর চড়ানো উচিত৷ এবার এমনই মন্তব্য করা হল তালিবানের তরফে (সূত্র জিও নিউজ)৷ তালিবান (Taliban) মুখপাত্র সোহেল শাহিন বলেন, কাশ্মীরে যে মুসলিমরা রয়েছেন, তাঁদের প্রত্যেকের জন্য সুর চড়ানো উচিত৷ কাশ্মীরের পাশাপাশি গোটা বিশ্বের মুসলিমদের ন্যায্য অধিকারের দাবিতে তাদের সরব হওয়া উচিত বলেও মন্তব্য করেন সোহেল শাহিন৷

তালিবান মুখপাত্র আরও বলেন, মুসলিমরা তোমাদের নিজের লোক৷ তাঁদের ন্যায্য অধিকার দিতে হবে৷ আইনে যাতে মুসলিমরা ন্যায্য অধিকার পান, সে বিষয়ে সরব হবেন বলেও জানান তালিবান মুখপাত্র৷ প্রসঙ্গত সোহেল শাহিনই প্রথম ব্যক্তি, আফগানিস্তান দখলের পর যিনি মন্তব্য করেন, কাশ্মীর ভারতের আভ্যন্তরীন বিষয়৷ কাশ্মীর নিয়ে তালিবান মাথা ঘামাবে না বলে ওই সময় জানান তালিবান মুখপাত্র৷

আফগানিস্তান (Afghanistan) দখলের পর তালিবান কাশ্মীর নিয়ে মন্তব্য করলেও, এবার ১৮০ ডিগ্রি ঘুরে যে দাবি করল, তা নিয়ে ইতিমধ্যেই দিল্লির কপালে ভাঁজ পড়তে শুরু করেছে৷ পাশাপাশি আফগানিস্তানে তালিবান দখলদারির পর গোটা জম্মু কাশ্মীরের নিরাপত্তা বাড়ানো হচ্ছে৷ জইশের একাধিক জঙ্গি আফগান জেল থেকে মুক্তি পাওয়ায়, তারা কাশ্মীরে হামলার ছক কষছে৷ সেই গোয়েন্দা রিপোর্ট প্রকাশ্যে আসতেই বাড়ানো হয় কাশ্মীরের নিরাপত্তা৷

আরও পড়ুন: Kashmir: পাকিস্তানের আইএসআইয়ের মদতেই কাশ্মীরকে 'মুক্ত' করার ডাক আল কায়দার: সূত্র

প্রসঙ্গত তালিবান আফগানিস্তান দখলের পর আল কায়দা ''জেহাদের'' ডাক দেয়৷ তালিবানকে শুভেচ্ছা জানিয়ে আল কায়দা যে বিবৃতি প্রকাশ করে সেখানে সোমালিয়া, কাশ্মীর, লেভান্ত-র মতো একাধিক জায়গার উল্লেখ রয়েছে৷ শুধু তাই নয়, কাশ্মীরকে (Kashmir) এবার ''মুক্ত'' করতে হবে বলেও ডাক দেয় আল কায়দা৷ পাশাপাশি গোটা বিশ্বে যত মুসলিম বন্দি রয়েছে, তাদের প্রত্যেককে মুক্ত করার ডাকও দেয় পাক মদতপুষ্ট ওই জঙ্গ সংগঠন৷

তালিবানকে (Taliban) শুভেচ্ছা জানিয়ে যে বিবৃতি প্রকাশ করে আল কায়দা, তার পিছনে রয়েছে পাকস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের (ISI) হাত৷ কাশ্মীরকে মুক্ত করার ডাক দিয়ে আল কায়দা যে বিবৃতি দেয়, তার পরিকল্পনায় পাকিস্তানের (Pakistan) আইএসআই৷ এমনই জানা যায় সরকারি সূত্র অনুযায়ী৷