Terrorist,Representational Images (Photo Credit: Twitter)

দিল্লি, ২ সেপ্টেম্বর: আফগানিস্তান জুড়ে তালিবান আধিপত্য৷ গত ৩১ অগাস্ট কাবুল বিমানবন্দর থেকে মার্কিন সেনার শেষ বিমান ওড়ার পরই জোর চর্চা শুরু হয়ে যায় প্রায় গোটা বিশ্ব জুড়ে৷ ৩১ অগাস্ট মার্কিন (US) বিমান আফগানিস্তান (Afghanistan) ছাড়ার পরপরই বিশ্বজুড়ে ''জেহাদের'' ডাক দেয় আল কায়দা৷ তালিবানকে শুভেচ্ছা জানিয়ে আল কায়দা যে বিবৃতি প্রকাশ করে সেখানে সোমালিয়া, কাশ্মীর, লেভান্ত-র মতো একাধিক জায়গার উল্লেখ রয়েছে৷ শুধু তাই নয়, কাশ্মীরকে (Kashmir) এবার ''মুক্ত'' করতে হবে বলেও ডাক দেয় আল কায়দা৷ পাশাপাশি গোটা বিশ্বে যত মুসলিম বন্দি রয়েছে, তাদের প্রত্যেককে মুক্ত করার ডাকও দেয় পাক মদতপুষ্ট ওই জঙ্গ সংগঠন৷

তালিবানকে (Taliban) শুভেচ্ছা জানিয়ে যে বিবৃতি প্রকাশ করে আল কায়দা, তার পিছনে রয়েছে পাকস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হাত৷ কাশ্মীরকে মুক্ত করার ডাক দিয়ে আল কায়দা যে বিবৃতি দেয়, তার পরিকল্পনায় পাকিস্তানের আইএসআই৷ এমনই জানা যাচ্ছে সরকারি সূত্র অনুযায়ী৷

আরও পড়ুন: Afghanistan: আফগানিস্তানের মাটিতে জঙ্গি কার্যকলাপ বন্ধই ভারতের লক্ষ্য, জানাল বিদেশমন্ত্রক

সরকারি আধিকারিকর কথায়, আল কায়দা যেভাবে কাশ্মীরকে (Kashmir) মুক্ত করার ডাক দিয়েছে, সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে৷ তবে আল কায়দা যে সাহস দেখিয়েছে, তার পিছনে রয়েছে পাকিস্তান (Pakistan)৷ গোটা বিশ্বের মুসলিম ধর্মের মানুষদের একদিকে আনার চেষ্টা করছে আল কায়দা৷ যা মানবতার পক্ষে অত্যন্ত বিপজ্জনক৷ আল কায়দা যাতে গোটা বিশ্বের মুসলিম ধর্মের মানুষকে একদিকে করতে পারে, তার জন্য পাকিস্তান ক্রমাগত চেষ্টা চালাচ্ছে বলেও জানা যাচ্ছে সূত্রের তরফে৷

জানা যাচ্ছে আল কায়দা ( Al-Qaeda) এবং জইশ-ই-মহম্মদ (JeM) এবার একযোগে ভারতের (India) বিরুদ্ধে হামলার ছক কষছে৷ আফগানিস্তানের জেল থেকে জইশের একাধিক জঙ্গি মুক্তি পাওয়ার পরই কাশ্মীরে হামলার ছক আরও জোরদার হচ্ছে বলে আশঙ্কা করা হয়৷