Afghanistan: আফগানিস্তানের মাটিতে জঙ্গি কার্যকলাপ বন্ধই ভারতের লক্ষ্য, জানাল বিদেশমন্ত্রক
Arindam Bagchi (Photo Credit: ANI)

দিল্লি, ২ সেপ্টেম্বর: তালিবানের সঙ্গে আর কোনও ধরনের বৈঠক হবে কি না, কোনও আলোচনায় বসা হবে কি না, সে বিষয়ে ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া হবে৷ সম্পূর্ণ পরিকল্পনা করে তবেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান বিদেশমন্ত্রকের মুখপাত্র (MEA Spokesperson) অরিন্দম বাগচি (Arindam Bagchi)৷ তিনি বলেন, আফগানিস্তানের মাটিকে ব্যবহার করে যাতে কোনও ধরনের জঙ্গি কার্যকলাপ না হয়, সেই বিষয়টি নিশ্চিত করাই ভারতের (india) লক্ষ্য বলে জানান অরিন্দম বাগচি৷

পাশাপাশি আফগানিস্তানে (Afghanistan) কী ধরনের সরকার গঠন হচ্ছে, সে বিষয়ে কোনও ধারনা নেই৷ দোহায় (Doha) তালিবান (Taliban) প্রতিনিধির সঙ্গে সম্প্রতি ভারতীয় দূতের যে বৈঠক হয়, সেখানে এ বিষয়ে কোনও আলোচনা হয়নি বলেও জানান অরিন্দম বাগচি৷

আরও পড়ুন: Taliban: তালিবান কি জঙ্গি নয়? তালিব নেতার সঙ্গে দোহার বৈঠক নিয়ে প্রশ্নের মুখে মোদী সরকার

৩১ অগাস্ট আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে মার্কিন যুক্তরাষ্ট্র (US)৷ আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর দোহায় (Doha) কাতারের ভারতীয় দূত দীপক মিত্তলের সঙ্গে বৈঠকে বসেন তালিবান প্রতিনিধি৷  আফগানিস্তানের মাটিকে ব্যবহার করে যাতে ভারত বিরোধী কোনও কাজ না হয়, সে বিষয়ে বার্তা দেয় ভারত৷

দোহায় তালিবানের সঙ্গে সঙ্গে ভারতীয় দূতের বৈঠকের পর এ বিষয়ে কেন্দ্রকে কটাক্ষ করেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা৷ বুধবার সাংবাদিক সম্মেলনে ওমর আবদুল্লা বলেন, আফগানিস্তান (Afghanistan) এবং তালিবানকে নিয়ে কেন্দ্রের নীতি কী, সে বিষয়ে খোলসা করা হোক। তিনি বলেন, তালিবান যদি জঙ্গি সংগঠন না হয়, তাহলে আপনারা কি রাষ্ট্রসংঘের কাছে যাবেন? রাষ্ট্রসংঘ যাতে তালিবানের নাম থেকে জঙ্গি সংগঠনের তকমা সরিয়ে নেয়, সে বিষয়ে কি আবেদন করবেন? তালিবান নিয়ে কেন্দ্রের নীতি কী, সে বিষয়ে খোলসা করে জানান দেশের মানুষকে। মোদী সরকারের (Narendra Modi Govt) বিরুদ্ধে  বিদেশ নীতি নিয়ে সুর চড়ান ন্যাশনাল কনফারেন্সের এই নেতা।