Moscow Crocus Concert Hall Attack: কনসার্টের মাঝেই মস্কোর ক্রকাস হলে জঙ্গি হামলা, এলোপাথাড়ি গুলিতে মৃতের সংখ্যা ৬০ ছাড়িয়েছে
Moscow Crocus Concert Hall Attack (Photo Credits: X)

মস্কো, ২৩ মার্চঃ ইউক্রেনের সঙ্গে যুদ্ধকালীন (Russia-Ukraine War) পরিস্থিতির মাঝেই রাশিয়ার রাজধানী মস্কোতে (Moscow ) জঙ্গি হামলা। শুক্রবার রাতে মস্কোর ক্রকাস সিটি হলে (Crocus Concert Hall) রাশিয়ার জনপ্রিয় রক ব্যান্ড 'পিকনিক'-এর কনসার্ট দেখতে জড়ো হয়েছিলেন বিপুল মানুষ। পছন্দের ব্যান্ডের গানে যখন মগ্ন মস্কোবাসী ঠিক সেই সময়ে এক বিকট আওয়াজ কনসার্ট হলে। কিছু বুঝে ওঠার আগেই উপস্থিত দর্শকদের উদ্দেশে এলোপাথাড়ি গুলি ছোড়া শুরু করেছে জঙ্গিরা। প্রাণ বাঁচিয়ে হুড়মুড়িয়ে এদিক ওদিক ছোটাছুটি শুরু করেন সকলে। অনেকে বাইরে বেরিয়ে যেতে সক্ষম হলেও কনসার্ট হলে আটকে পড়েন বহু মানুষ।

জঙ্গি হানায় ততক্ষণে ভেঙে পড়েছে ক্রকাস কনসার্ট হলের ছাদের একাংশ। আগুন জ্বলে ওঠে হলের মধ্যে। কিছুক্ষণের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো কনসার্ট হল। সেই চিত্র উঠে এসেছে সংবাদমাধ্যমে। বন্দুরবাজদের হামলার হাত থেকে বাঁচতে হলের বেসমেন্টে প্রায় ১০০ জন আশ্রয় নিয়েছিলেন বলে জানা যাচ্ছে। হামলার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী সঙ্গে অ্যাম্বুল্যান্স। শুরু হয় উদ্ধার কাজ।

জ্বলছে মস্কোর  ক্রকাস কনসার্ট হল... 

রাশিয়ার সংবাদমাধ্যম সূত্রে খবর, ক্রকাস কনসার্ট হলে জঙ্গি হামলায় (Moscow Crocus Concert Hall Attack) মৃতের সংখ্যা ৬০ ছাড়িয়েছে। আহত হয়েছেন শতাধিক। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার রাতে মস্কোর কনসার্ট হলে জঙ্গি হামলার ঘটনার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।