সোমবার ভোরে প্রথমে ৭.৮। তারপর মিনিট দশেক বাদে দ্বিতীয়টা ৬.৬। তারপর সন্ধ্যার দিকে তৃতীয় কম্পন ৭.৬ মাত্রার। ১৬ ঘণ্টার ব্যবধানে তিনবার বড় মাপের কম্পন অনুভূত হল তুরস্ক, সিরিয়ায়। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্য়ুর সংখ্যা। সংবাদসংস্থা এপি জানাচ্ছে, মৃত্যু ২৩০০ ছাড়িয়েছে। তবে তুরস্কের স্থানীয় সংবাদমাধ্যমে খবর, তাদের দেশ ও সিরিয়া মিলিয়ে আড়াই হাজারের বেশী মানুষ মারা গিয়েছেন। ধ্বংসস্তুপের তলায় আরও হাজার হাজার দেহ আটকে থাকতে পারে বলে আশঙ্কা।
সোমবার ভোর ৪টে ১৭ মিনিটে প্রথম কম্পনটি হয় ৭.৮ মাত্রার। ১৯৩৯ সালের পর এই প্রথম এত শক্তিশালী ভূমিকম্প তুরস্কে। তুরস্ক, সিরিয়ার পাশাপাশি লেবানন, সাইপ্রাসের বেশ কিছু অংশে কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। আরও পড়ুন-হুড়মুড়িয়ে তাসের ঘরের মত ভেঙে পড়ছে তুরস্কের বহুতল, দেখুন
দেখুন ভূমিকম্পের পর ধ্বংসের ভিডিয়ো
Horrific videos emerging from #tuerkiye of the devastating earthquake building crumbles down in mere seconds #Turkey #TurkeyEarthquake pic.twitter.com/485DYrHIKN
— Amit Sahu (@amitsahujourno) February 6, 2023
দেখুন ভিডিয়ো
Screaming voices of people echoed as buildings collapsed and people went into state of panic after powerful earthquake and aftershocks hit Turkey and Syria…#Turkey #Syria #syriaearthquake #earthquake #TurkeyEarthquake pic.twitter.com/EYmppLM2G1
— Jyot Jeet (@activistjyot) February 6, 2023
দেখুন ভিডিয়ো
May Allah Protect Our Brothers and Sisters.
Prayers For Turkiye ,Syria And All Other Countries Affected By Earthquake. 💔
Powerful 7.8#TurkeyEarthquake #PrayersForTurkey pic.twitter.com/C7YfhI6Lk2
— Jameel Naich (@Naich_Jameel) February 6, 2023
উদ্ধার কাজ এখনও জোরকদমে চলছে। উত্তর সিরিয়ায় যে অংশে ভূমিকম্পের সবচেয়ে বেশী প্রভাব পড়ে বাড়িঘর ভেঙে পড়েছে সেখানে শতাধিক মানুষ ধ্বংসস্তুপের তলায় চাপা পড়ে আছেন বলে আশঙ্কা। প্রাথমিক ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চল গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগি শহরের ২৬ কিলোমিটার পূর্বে ১৭.৯ কিলোমিটার গভীরে। প্রথম দফায় ভূমিকম্পটি আঘাত হানার ১১ মিনিট পর আরও একটি ভূমিকম্প আঘাত হানে তুরস্কের কেন্দ্রীয় অঞ্চলের একটি এলাকায়।
দেখুন ভিডিয়ো
Moment when building collapsed in Second earthquake in #Turkey #TurkeyEarthquake #Turquia pic.twitter.com/lZ2y2CD1JI
— Sandeep Panwar (@tweet_sandeep) February 6, 2023
দেখুন ভিডিয়ো
May Allah bless them all, the children and their families 🙏#TurkeyEarthquake#Turkey#syriaearthquake#هزه_ارضيه pic.twitter.com/SL8OMhNYyY
— Ahmed Afifi (@AhmedAfifi2010) February 6, 2023
দেখুন ভিডিয়ো
Horrific video of A residential building crumbles down in blink of an eye#Turkey #TurkeyEarthquake pic.twitter.com/LulD0pKBS5
— Amit Sahu (@amitsahujourno) February 6, 2023
রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৭। ইউএসজিএস জানায়, দ্বিতীয় দফায় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পে কেউ হতাহত হয়েছেন কিনা তা এখনো জানা যায়নি। তবে তুরস্কের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে একাধিক অ্যাপার্টমেন্ট ধসে পড়েছে। এরপর তৃতীয় শক্তিশালী ভূমিকম্পটি হয় দক্ষিণ তুরস্কের এলবিস্তান জেলার কাহরামানমারাস প্রদেশে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৬ মাত্রা।