Monkeypox: মাঙ্কিপক্সে আক্রান্তরা পোষ্য থেকে দূরে থাকুন, সতর্কতা হু-এর
Monkeypox (Photo Credit: File Photo)

দিল্লি, ৩০ মে:  গোটা বিশ্ব (World) জুড়ে থাবা বসাতে শুরু করেছে মাঙ্কিপক্স (Monkeypox)। করোনার রেশ কাটতে না কাটতেই নয়া ভাইরাসের আতঙ্কে কাঁপছে বিশ্ব। মাঙ্কিপক্সে আক্রান্তরা পোষ্য (Pet) থেকে দূরে থাকুন। মাঙ্কিপক্সে যাঁরা আক্রান্ত হচ্ছে, তাঁরা কমপক্ষে ৩ সপ্তাহের জন্য নিজেদের পোষ্যর সংস্পর্শে আসবেন না। এমনই জানানো হল বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে। মাঙ্কিপক্সে আক্রান্তরা পোষ্যর সংস্পর্শে এলে,  এই ভাইরাসের সংক্রমণ দ্বিগুন গতিতে ছড়িয়ে পড়তে পারে অন্য সবার মধ্যে। ফলে পোষ্যদের থেকে দূরে থাকুন বলে জারি করা হয়েছে সতর্কতা।

বর্তমানে গোটা বিশ্বের ২০টি দেশে মাঙ্কিপক্স থাবা বসিয়েছে। ২০টি দেশের প্রায় ২০০ জন এই ভাইরাসে আক্রান্ত। মাঙ্কিপক্সে আক্রান্তদের মধ্যে বর্তমানে যে উপসর্গ দেখা যাচ্ছে, তার মধ্যে রয়েছে জ্বর, র্যাশ, কাঁপনি এবং  খাবারে অনিহা। সেই সঙ্গে যাঁরা মাঙ্কিপক্সে আক্রান্ত হচ্ছেন, তাঁদের মধ্যে শরীরে র্যাশ বেরনোর প্রবণতা কয়েক গুন হারে বৃৃদ্ধি পাচ্ছে। রোডেন্টস, হনুমান বা বাদরের সংস্পর্শে এলে, মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার প্রবণতা আরও দ্বিগুন হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন:  Sidhu Moose Wala: পাঞ্জাবি গায়ক সিধুর খুনের প্লট দিল্লির তিহাড় জেলে? ফোন নম্বর ট্র্যাক করে সন্দেহ পুলিশের

ব্রিটেন (UK), আমেরিকা (US), ইজরায়েল, ফ্রান্স (France), অস্ট্রেলিয়া-সহ একাধিক দেশে মাঙ্কিপক্সের সংক্রমণ ধরা পড়েছে।