নয়া দিল্লি, ৬ অক্টোবরঃ নয়া দিল্লির (Delhi) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের জন্যে চার দিনের ভারত সফরে এলেন মালদ্বীপ প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু (Mohamed Muizzu)। রবিবার দুপুরের পরে মুইজ্জুর বিমান এসে পৌঁছল নয়া দিল্লি বিমানবন্দরে (Delhi Airport)। সঙ্গে এসেছেন মালদ্বীপের 'ফার্স্ট লেডি' তথা মুইজ্জু পত্নী সাজিদা মহম্মদ। মালদ্বীপের প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমবার আনুষ্ঠানিক ভাবে দ্বিপাক্ষিক সফরে ভারতে আসছেন তিনি (Maldives President Mohamed Muizzu)। এর আগে প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর (Narendra Modi) তৃতীয়বার শপথগ্রহণ অনুষ্ঠানে সামিল হতে নয়া দিল্লি এসেছিলেন মুইজ্জু। জানা যাচ্ছে, চার দিনের ভারত সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন মালদ্বীপ নায়ক।
১০ অক্টোবর পর্যন্ত ভারতে থাকবেন মহম্মদ মুইজ্জু (Mohamed Muizzu)। জানা যাচ্ছে, প্রথা মেনে আগামী ৮ অক্টোবর স্ত্রীকে নিয়ে বিশ্বের সপ্তম আশ্চর্য জিনিসের অন্যতম, তাজমহল (Taj Mahal) দেখতে যাবেন তিনি। তাই ওই দিন দু'ঘণ্টা পর্যটকদের জন্য বন্ধ রাখা হবে তাজমহল। মুইজ্জুকে নিয়ে গত এক দশকে মালদ্বীপের পরপর তিন প্রেসিডেন্ট তাজমহল দর্শন করছেন। এর আগে ২০১৩ সালে মালদ্বীপের তৎকালীন প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিন ভারত সফরে এসে তাজমহল ঘুরে গিয়েছেন। এর পাঁচ বছর পর ২০১৮ সালে প্রেসিডেন্ট ইব্রাহিম মহম্মদ সালিয়াহ সস্ত্রীক এসেছিলেন ভারতে। তাজমহল দেখে গিয়েছিলেন। সেই প্রথা জারি রেখেই এবার মালদ্বীপের নয়া প্রেসিডেন্ট মুইজ্জুও স্ত্রীকে নিয়ে ভারত সফরে এসে তাজমহল দেখতে যাবেন।
নয়া দিল্লি বিমানবন্দরে পৌঁছলেন মুইজ্জু...
#WATCH | Maldives President Mohamed Muizzu and First Lady of Maldives, Sajidha Mohamed arrive at Delhi airport.
During this visit, President Muizzu will hold meetings with President Murmu, Prime Minister Narendra Modi and other senior officials. pic.twitter.com/ei5CtjrD5s
— ANI (@ANI) October 6, 2024
গত বছরের শেষে দিকে মালদ্বীপের প্রেসিডেন্টের আসনে বসেন চিনপন্থি মহম্মদ মুইজ্জু (Maldives President Mohamed Muizzu)। দ্বীপপুঞ্জে নয়া সরকার গঠন করার পর থেকেই ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে থাকে। মুইজ্জুর মন্ত্রিসভার দুই সদস্যের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে করা অবমাননাকর মন্তব্যের জেরে নয়া দিল্লির সঙ্গে মালদ্বীপের সম্পর্ক একবারে তলানিতে এসে ঠেকে। মুইজ্জুর সরকারের নয়া দিল্লিকে মালদ্বীপ থেকে সমস্ত সেনা হটিয়ে দেওয়ার নির্দেশ দেয়। ভারতের থেকে যত দূরত্ব তইরু করেছে মালদ্বীপ ততই দ্বীপের ভাঁড়ারে টান পড়েছে। অর্থনৈতিক সংকটে ভুগছে দ্বীপপুঞ্জ। বৈঠকের মাধ্যমে নয়া দিল্লির সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের লক্ষ্যে মুইজ্জুর এই ভারত সফর, এমনটাই মনে করছেন কূটনীতিক বিশেষজ্ঞরা।