Miami Airport Officers Caught On Camera Stealing Money From Passengers' Bags (Photo Credits: X)

মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে (Miami International Airport) দুই পরিবহন নিরাপত্তা প্রশাসন (Transportation Security Administration) কর্মীর বিরুদ্ধে উঠল চুরির অভিযোগ। যাত্রীদের ব্যাগ থেকে টাকা সহ মূল্যবান জিনিস চুরির অভিযোগে ওই দুই বিমানবন্দর কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, গত ২৯ জুন মিয়ামি বিমানবন্দরে যাত্রীদের লাগেজ থেকে কমপক্ষে ৬০০ ডলার নগদ অর্থ সহ বেশ কিছু মূল্যবান সামগ্রী চুরি করেছে অভিযুক্ত দুই বিমানবন্দর কর্মী। যাত্রীরা চেকপয়েন্টে চুরির দাবি জানালে পুলিশি তদন্ত উঠে আসে এক চাঞ্চল্যকর ভিডিয়ো। যেখানে বিমানবন্দরে কর্মরত দুই পরিবহন নিরাপত্তা কর্মীকে যাত্রীদের ব্যাগ থেকে চুরি করতে দেখা যাচ্ছে।

দুই অভিযুক্তের একজন জোসু গঞ্জালেজ (২৩)। অন্যজন ল্যাবারিয়াস উইলিয়ামস (৩৩)। বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ দেখে দুই অভিযুক্তকে চিহ্নিত করে জুলাই মাসে তাদের গ্রেফতার করেছে পুলিশ। বিমানবন্দরের সেই সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, এক্স-রে মেশিনে যাত্রীদের লাগেজ পাঠানোর সময়ে ব্যাগ খুলে টাকা বের করে নিজের পকেটে ভরে নিচ্ছে দুই অভিযুক্ত।

দেখুন বিমানবন্দরে চুরির দৃশ্য... 

পুলিশি জেরায় নিজেদের অপরাধের কথা স্বীকার করেছে দুই অভিযুক্তই। এই প্রথম নয়, এর আগেও বহুবার একসঙ্গে কাজ করার সময়ে জোসু  এবং ল্যাবারিয়াস যাত্রীদের ব্যাগ থেকে টাকা চুরির কথা জানিয়েছে। পরিবহন নিরাপত্তা প্রশাসনের তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত দুই অভিযুক্ত অফিসারকে চাকরি থেকে সরানো হয়েছে বলে খবর।