ওয়াশিংটন, ২৭ অক্টোবর: হোয়াইট হাউসে (White House) প্রদীপ (Lamp) জ্বেলে দীপাবলি পালন (Celebrate Diwali) করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। দীপাবলির উত্সবে মাতলেন তিনি। সেই সঙ্গেই সস্ত্রীক সকলকে জানালেন দীপাবলির শুভেচ্ছা (Wishing For Deepavali)। আজ অর্থাৎ রবিবার সেই অনুষ্ঠানের ভিডিও পোস্টও করেছেন ট্রাম্প। নিজের টুইটার হ্যান্ডেল (Twitter) থেকে ওই ভিডিও পোস্ট (Video) করে ট্রাম্প লিখেছেন, "দীপাবলি এসেছে, যাঁরা আলোর উত্সব পালন করছেন তাঁদের মেলানিয়া এবং আমি তরফ থেকে শুভেচ্ছা। হ্যাপি দিওয়ালি।"
এ বছর দীপাবলি ভালোবাসা, আনন্দ ও শান্তি বয়ে আনুক বলেও প্রার্থনা করেছেন ট্রাম্প। সরকারি বিবৃতিতে ট্রাম্প বলেছেন, 'আমেরিকা সহ গোটা বিশ্বে বহু হিন্দু, জৈন, শিখ ও বৌদ্ধ ধর্মের মানুষের কাছে এই সময়টা অন্ধকারের বিরুদ্ধে আলোর জয়। শয়তানের বিরুদ্ধে ভালোর জয়। অবজ্ঞর বিরুদ্ধে জ্ঞানের বিজয়োল্লাসের সময়। এই পবিত্র সময়ে এই বিশ্বাসের মানুষেরা প্রার্থনা করে প্রদীপ ও লণ্ঠন জ্বালিয়ে বন্ধু ও পরিবারের সঙ্গে উত্সব পালন করেন (Celebrate With Family and Friend)।' এ বছর দীপাবলি ভালোবাসা, আনন্দ ও শান্তি বয়ে আনুক। আরও পড়ুন: Kali Puja 2019: ভূত খুঁজতে গিয়ে মিলল সাতরকম আত্মার হদিশ! সিউড়িতে তেঁনাদের দেখা পেলেন গবেষকরা
As Diwali commences, @FLOTUS Melania and I wish those observing the Festival of Lights a blessed and happy celebration! #HappyDiwali pic.twitter.com/LGXkUzMJiI
— Donald J. Trump (@realDonaldTrump) October 27, 2019
এছাড়াও ট্রাম্প বলেছেন, "আমাদের সংবিধানে আমার শাসনের অন্তর্ভুক্ত থাকা সমস্ত ধর্মের মানুষকে তাদের বিশ্বাস এবং বিবেক অনুসারে উপাসনা করতে সক্ষম করবে।"