বেরনি লিটম্যান এবং মারজোরি ফিট্যারম্যান (ছবিঃX)

নয়াদিল্লিঃ কথাতেই আছে বয়স(Age) একটা সংখ্যা মাত্র। তা আরও একবার প্রমাণ করলেন ফিলাডেলফিয়ার() বেরনি লিটম্যান এবং মারজোরি ফিট্যারম্যান। চলতি বছরের শুরুতে গাঁটছড়া বেঁধেছেন তাঁরা। দম্পতির বয়স ১০০ পেরিয়েছে। কিন্তু বয়সের তোয়াক্কা করতরে চান না তাঁরা। তাই এই একসঙ্গে বাঁচার স্বপ্ন দেখেন তাঁরা। আর তাঁদের এই বিয়েকে স্বীকৃতি দিয়েছে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড( Guinness World Record)। সম্প্রতি 'গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড'-এ উঠেছে বেরনি লিটম্যান এবং মারজোরি ফিট্যারম্যানর নাম। বিশ্বের বৃদ্ধতম দম্পতি হিসেবে 'গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড'-এ জায়গা করে নিয়েছেন তাঁরা। প্রসঙ্গত, আজ থেকে ৯ বছর আগে এক পার্টিতে আলাপ বেরনি লিটম্যান এবং মারজোরি ফিট্যারম্যানর। এরপর দু'জনে দু'জনকে মন দিয়ে বসেন। সম্পর্ক গভীর হতে একসঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখেন তাঁরা। এরপর চলতি বছরের ১৯ মে চার হাত এক হয়। এখন সুখে সংসার করছেন তাঁরা।সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই দম্পতির গল্প। তাঁদের এই গল্প শুনে নেটিজেনরা বলছেন, ফিলাডেলফিয়াকে যেন ভালবাসার নতুন দিগন্ত দেখিয়েছেন বেরনি লিটম্যান এবং মারজোরি ফিট্যারম্যান।

১০২ বছর বয়সে বিয়ে করে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে দম্পতি