দিল্লি, ১৮ নভেম্বর: লন্ডনে (London) গাড়ির ডিকি থেকে উদ্ধার করা হল এক তরুণীর মৃতদেহ। মৃত্য়ুর কয়েকদিন আগে ওই তরুণীর বাড়ি থেকে চিৎকারের শব্দ শুনতে পান প্রতিবেশীরা। তবে কী হয়েছে, তা তাঁরা জানতে পারেননি। ওই চিৎকারের কয়েকদিনের মধ্যে গাড়ির ডিকি থেকে বছর ২৪-এর তরুণীর মৃতদেহ উদ্ধার হয় লন্ডনে। ভারতীয় বংশোদ্ভুদ (Indian Origin Woman) তরুণী হরসিতা ব্রেলার মৃত্যু কীভাবে হয় এবং রহস্যজনকভাবে কে তাঁর মৃতদেহ গাড়ির ডিকিতে তুলে দেয়, সে বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
হরসিতার লন্ডনের এক প্রতিবেশী জানান, বেশ কয়েকদিন আগে ভারতীয় বংশোদ্ভুদ তরুণীর বাড়ি থেকে তাঁরা চিৎকার করে কথা বলার শব্দ শুনতে পান। পুরুষ এবং মহিলা কণ্ঠের দুজনের ঝগড়াও শোনা যায়। তবে অন্য ভাষায় কথোপকথন হওয়ায়, তাঁরা কী নিয়ে ঝগড়া করছিলেন, সে বিষয়ে প্রতিবেশীরা বুঝতে পারেননি।
যদিও পুরুষ কণ্ঠটি চিৎকার করলে, ওই মহিলা কণ্ঠের অধিকারী যে ভয় পেয়ে যান এবং কাঁদতে কেন শুরু করেন, তা তাঁরা বুঝতে পারেন। ওই ঘটনার কয়েকদিনের মধ্যেই ভারতীয় বংশোদ্ভুদ তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয় বলে খবর।