ইউক্রেনের বাখমুতে যুদ্ধের সময় এক ইউক্রেনীয় সৈনিকের পাজরে আটকে যায় একটি গ্রেনেড,শেষ পর্যন্ত অস্ত্রোপচারের মাধ্যমে ওই সৈনিকের প্রাণ বাঁচে। ইউক্রেনের সার্জন মেজর জেনারেল আন্দ্রি ভার্বার সহায়তায় ওই জীবন্ত গ্রেনেডটিকে শরীরের থেকে বাইরে নিয়ে আসা সম্ভব হয়। তবে অস্ত্রোপচার করার সময় যেকোন মুহুর্তে গ্রেনেডটির বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা ছিল।
ইউক্রেনের আঞ্চলিক গভর্নর সের্হি বোরজভ ৯ জানুয়ারী রাতে একটি ফেসবুক পোস্টে জানিয়েছেন, "আমাদের সামরিক ডাক্তাররা একজন সার্ভিসম্যানের শরীর থেকে একটি অবিস্ফোরিত VOG গ্রেনেড অপসারণের জন্য একটি অপারেশন করেছেন।" যেহেতু বিস্ফোরণের সম্ভাবনা ছিল তাই দুই সৈন্যকে সঙ্গে নিয়ে এই অপারেশন করা হয়েছিল। ডাঃ ভারবা সফলভাবে অস্ত্রোপচার করতে এবং গ্রেনেড অপসারণ করতে সক্ষম হন ইলেক্ট্রোকোয়াগুলেশন নামক একটি অপারেশনের মাধ্যমে। ওএই ধরনের অপারেশন রক্তপাত নিয়ন্ত্রণ করতে এবং অস্বাভাবিক টিস্যু ধ্বংস করতে তাপ ব্যবহার করে কারণ সাধারন অপারেশন করলে গ্রেনেডটি ফেটে যেতে পারত।
Live Bomb Inside Body: The Unexploded Grenade in Torse of Ukrainian Soldier, Surgeon Performs Operation to Remove those Live Bomb, See Pic