বেইরুট, ৯ অক্টোবর: দেশের দুই বিদ্যুৎ উৎপাদন সংস্থা বন্ধ৷ যার জেরে গোটা লেবানন (Lebanon) ডুবে অন্ধকারে৷ বিদ্যুতের অভাবে গোটা লেবানন জুড়ে নেমে এসেছে অন্ধকার৷ জ্বালানির অভাবেই লেবাননের ওই দুই বিদ্যুৎ উৎপাদন (Electricity) সংস্থা বন্ধ৷ তার জেরেই গোটা দেশ জুড়ে অন্ধকার নেমে এসেছে বলে খবর৷
Lebanon has no electricity after the country's biggest two power stations shut down due to a fuel shortage. The power outage will continue for a few days: Reuters quoting a Lebanese government official
— ANI (@ANI) October 9, 2021
আগামী কয়েকদিন ধরে লেবাননে এই দুর্যোগ চলতে পারে বলে খবর৷ শনিবার দুপুর (স্থানীয় সময় অনুযায়ী) থেকে এই দুর্যোগ শুরু হয়৷ কয়লার আমদানি না হলে, আগামী সোমবার পর্যন্ত এই দুর্যোগ চলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷
সরকারি তরফে এমনই আশঙ্কার কথা শোনানো হয়েছে৷ হঠাৎ করে দেশের সবচেয়ে বড় দুটি বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা (Power Stations )বসে যাওয়ার পর সেনার কাছ থেকে সাহায্য নেওয়া হতে পারে৷ তবে তা কোনও স্থায়ী সমাধান নয় বলেও জানানো হয় সরকারের তরফে৷