ইসলামাবাদ, ১৭ নভেম্বর: কুলভূষণ যাদবকে (Kulbhushan Jadhav) আবেদনের অধিকার দিতে চলেছে পাকিস্তান (Pakistan)। ভারতের প্রাক্তন নৌসেনা আধিকারিক কুলভূষণকে আবেদনের অধিকার দিতে বুধবার পাকিস্তান পার্লামেন্টের যৌথ অধিবেশেন একটি বিল পাস হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে (National Assembly) ১০ জুন কুলভূষণ যাদবকে আবেদনের অধিকার দেওয়ার জন্য বিলটি গৃহীত হয়েছিল। আজ বুধবার যৌথ অধিবেশনে বিল নিয়ে আলোচনার পর ভোটাভুটিতে তা পাস হয়ে যায়।
কুলভূষণকে যাতে এই অধিকার দেওয়া হয়, তা নিয়ে পাকিস্তানকে আগেই নির্দেশ দিয়েছিল আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (International Court of Justice)। এখন এই বিল পাস হওয়ার কারণে কুলভূষণ তাঁর বিরুদ্ধে যাওয়া রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হতে পারবেন। আরও পড়ুন: Kulbhushan Jadhav Case: কুলভূষণ যাদব মামলায় আইনজীবী নিয়োগে ভারতকে আরও সময় দিল ইসলামাবাদ হাইকোর্ট
পাকিস্তানের দাবি, গুপ্তচরবৃত্তির অভিযোগে কুলভূষণ যাদবকে ২০১৬ সালের ৩ মার্চ বালুচিস্তান প্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছিল। ২০১৭ সালের পাকিস্তানের এক সামরিক আদালত কুলভূষণকে মৃত্যুদণ্ড দেয়। ভারত বলেছে যে নৌবাহিনী থেকে অবসর নেওয়ার পরে ব্যক্তিগত ব্যবসায়িক কাজে ইরান যান কুলভূষণ। সেখান থেকেই তাঁকে অপহরণ করা হয়েছিল। তবে পাকিস্তান এই দাবি মানতে নারাজ।