
Muharram & Ashura: মহরম মাস ইসলাম ধর্মাবলম্বীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ মাস। বাংলাদেশে চলতি বছরে ইংরেজি জুন মাসে ২৭ তারিখ এই দিনটি পালন করা হবে বলেই জানা যাচ্ছে, তবে চাঁদ দেখার উপর তারিখ পরিবর্তন হতে পারে। মহরম (Muharram) ইসলামিক হিজরি ক্যালেন্ডারের প্রথম মাস, এটি শান্তি ও আধ্যাত্মিক চিন্তার সময় হিসেবে বিবেচিত হয়। মহরম মাসের ১০ তম দিন আশুরা (Ashura) নামে পরিচিত, দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। আরও পড়ুন: Mahira Khan Harassed Video: লন্ডনে ঘিরে ফেলা হল মাহিরা খানকে, পাকিস্তানি অভিনেত্রীকে চরম হেনস্থা; প্রায় কেঁদেই ফেললেন শাহরুখের নায়িকা, দেখুন ভিডিয়ো
ভারত ও বাংলাদেশে নয়, ইসলাম অধ্যুষিত দেশগুলোতে এই দিনটি পালন করা হয়ে থাকে।আশুরার দিন বাংলাদেশে সরকারি ছুটির দিন হিসেবে পালিত হয়। শিয়া সম্প্রদায় এই দিনে মাতম, মিছিল ও মজলিসের আয়োজন করে, আর সুন্নিরা রোজা ও নামাজের মাধ্যমে পালন করেন। আশুরার দিন (১০ মহরম) পড়বে আনুমানিক ৫ জুলাই।
আশুরা
বাংলাদেশে আশুরার দিন সরকারি ছুটির দিন। শিয়া সম্প্রদায়, বিশেষ করে ঢাকার হোসেনী দালান এলাকায়, তাজিয়া মিছিল ও শোকানুষ্ঠানের আয়োজন করে।
সুন্নি সম্প্রদায় এই দিনে রোজা রাখে, মসজিদে বিশেষ নামাজ আদায় এবং দান করেন।