
দিল্লি, ২৭ মে: লন্ডনে (London) হেনস্থার মুখে মাহিরা খান। লন্ডনের মেট্রোয় পাকিস্তানি অভিনেত্রী (Pakistani Actress) মাহিরা খানকে (Mahira Khan) হেনস্থা করা হয়। এমন একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় উঠে আসতে শুরু করেছে। যেখানে মাহিরা খান যখন মেট্রোয় ওঠেন, সেই সময় তাঁকে দেখতেই বেশ কিছু মানুষ এগিয়ে যান এনং হেনস্থা করেন। জনবহুল মেট্রোর ভিতরে যেভাবে মাহিরা খানকে হেনস্থা করা হয়, সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল (Viral Video) হয়ে যায়। মাহিরার সঙ্গে যা হচ্ছিল, তার সঙ্গে যে তিনি কিছুতেই মানিয়ে নিতে পারছিলেন না, তা ভিডিয়ো থেকেই স্পষ্ট হয়ে যায়। পাকিস্তানি অভিনেত্রীর লন্ডনের সেই ভিডিয়ো নিয়ে জোর চর্চা শুরু হয়। কী কারণে পাক অভিনেত্রীকে ওইভাবে হেনস্থা করা হল, তা অজানা। তবে ভিডিয়োটি নিয়ে জল্পনা শুরু হয়েছে।
আরও পড়ুন: Pakistan On Fawad Khan: ভারতীয় নায়িকার সঙ্গে অভিনয়, ফাওয়াদ খানের অভিনয় জীবন 'শেষ করল' পাকিস্তান
দেখুন সেই ভিডিয়ো যেখানে হেনস্থার মুখে পড়তে হয় মাহিরা খানকে...
সম্প্রতি অপারেশন সিঁদূর (Operation Sindoor) নিয়ে মুখ খুলতে দেখা যায় 'রইস' অভিনেত্রী মাহিরা খানকে। যেখানে ভারতের বিরুদ্ধে সুর চড়াতে দেখা যায় মাহিরাকে। যা নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল হতে শুরু করে। যার প্রেক্ষিতে মাহিরা বা ফাওয়াদ খানদের ভারতীয় সিনেমায় কেন নেওয়া হয়, তা নিয়েও প্রশ্ন তোলেন বহু মানুষ।
প্রসঙ্গত পহলেগাম হামলার (Pahalgam Terror Attack) পর স্পষ্ট জানানো হয়, এবার থেকে পাক অভিনেতাদের কোনও গান, নাটক না অভিনয় কোনও কিছু ভারতে প্রদর্শিত হবে না। ভারতের যে কোনও অ্যাপ থেকে পাক অভিনেতাদের গান, পোস্টার বা যাবতীয় জিনিসপত্র সরানো হোক বলে জানানো হয় কেন্দ্রের তরফে।