দিল্লি, ১৯ সেপ্টেম্বর: খালিস্তানি জঙ্গি হরদীপ সিং সুরে খুনের ঘটনায় ভারতের বিরুদ্ধে যেভাবে অভিযোগ করছে কানাডা, তা নিয়ে উদ্বিগ্ন মার্কিন যুক্তরাষ্ট্র। খালিস্তানি জঙ্গি সুরের খুনের ঘটনায় ভারত যোগ রয়েছে বলে অভিযোগ করে জাস্টিন ট্রুডো সরকার। যার তীব্র বিরোধিতা করা হয় দিল্লির তরফে। দুই দেশের টানাপোড়েনে গভীরভাবে উদ্বিগ্ন মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিনিধি অ্যাড্রিন ওয়াটসন বলেন, হরদীপ সিং সুরের খুনের ঘটনায় যেভাবে ভারতের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, তা নিয়ে জো বাইডেনের সরকার চিন্তিত। বিষয়টি নিয়ে কানাডার সঙ্গে সমানে যোগাযোগ রাখা হচ্ছে। কথাও বলা হচ্ছে বলে জানান মার্কিন প্রতিনিধি।
সোমবার কানাডার হাউস অফ কমনসে সে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, গোয়েন্দা সংস্থার তরফে হরদীপ সিং সুরের খুনের ঘটনায় একাধিক তথ্য হাতে এসেছে। সুরের খুনের ঘটনায় কানাডার গোয়েন্দা সংস্থার হাতে যে তথ্য এসেছে, সেখানেই ভারত যোগ রয়েছে বলে উঠে এসেছে। এমনই দাবি করে ট্রুডো সরকার।
আরও পড়ুন: Khalistani Terrorist Killing: খালিস্তানি জঙ্গি খুনের অভিযোগে ভারতের কূটনীতিককে বহিষ্কার কানাডার
জাস্টিন ট্রুডো সরকারের দাবির বিরোধিতা করা হয় বিদেশ মন্ত্রকের তরফে। কানাডা যে দাবি করছে, তা অযৌক্তিক এবং অনুপ্রাণিত বলে তীব্র প্রতিক্রিয়া জানায় বিদেশ মন্ত্রক।